ভারতে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে আইসিসির সেরা একাদশে দ্বাদশ খেলোয়াড় হিসেবে জায়গা পেয়েছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। জায়গা পেয়েছেন ক্রিকইনফোর সেরা একাদেশ।
এবার মুস্তাফিজুর রহমানকে বিশ্বকাপের ‘সেরা ব্রেক থ্রু বোলার’ হিসেবে ঘোষণা করা হলো। অস্ট্রেলিয়ার ক্রিকেট ওয়েব পোর্টাল ‘ক্রিকেট ডট কম ডট এইউ’তে বিশ্বকাপের সেরা কিছু মুহূর্ত তুলে ধরা হয়েছে। সেখানে মুস্তাফিজকে সেরা ব্রেক থ্রু বোলার হিসেবে উল্লেখ করা হয়েছে।
ইনজুরির কারণে বিশ্বকাপের বাছাইপর্বে কোনও ম্যাচ খেলতে পারেননি মুস্তাফিজ। সুপার টেন পর্বে খেলেছেন তিনটি ম্যাচ। এই তিন ম্যাচে তিনি শিকার করেছেন ৯ উইকেট। নিউজিল্যান্ডের বিপক্ষে ২২ রান দিয়ে তিনি নেন ৫ উইকেট।