হাওর বার্তা ডেস্কঃ সারাদেশে এখন পর্যন্ত প্রায় ৩৮ লাখ স্কুল শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য মতে, সারাদেশে এখন পর্যন্ত ৩৭ লাখ ৯৭ হাজার ৫৩৪ স্কুল শিক্ষার্থী টিকার প্রথম ডোজ পেয়েছে। দ্বিতীয় ডোজ পেয়েছে ৪ লাখ ৩৯ হাজার ৯৬৪ জন। তাদেরকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, সিনোভ্যাক, ফাইজার এবং মডার্নার টিকা দেওয়া হয়েছে।
এদিকে দেশে এখন পর্যন্ত প্রথম ডোজ নিয়েছেন ৭ কোটি ৪৪ লাখ ৮৩ হাজার ৭২ জন। আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ৫ কোটি ২৮ লাখ ৪৩ হাজার ৩৫৫ জন। এছাড়া বুস্টার ডোজ পেল ১ লাখ ১৪ হাজার মানুষ