হাবীবুল্লাহ সিরাজী ও ত্রিদিব দস্তিদারের জন্ম আজকের এই দিনে

হাওর বার্তা ডেস্কঃ মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয়ে ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসের। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই  বিশেষ আয়োজন আজকের এই দিনে।

৩১ ডিসেম্বর ২০২১, শুক্রবার। ১৬ পৌষ ১৪২৮ বঙ্গাব্দ।

ঘটনা
১৮২৭- ইংরেজ ফার্মাসিস্ট জন ওয়াকার প্রথম দিয়াশলাই আবিষ্কার করেন।
১৮৩১- কৃষ্ণধন মিত্রের সম্পাদনায় শিশুপাঠ্য মাসিক পত্রিকা ‘জ্ঞানোদয়’ প্রকাশিত হয়।
১৯৪৮- কার্জন হলে পূর্ব-পাকিস্তান সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে জ্ঞানতাপস ড. মুহম্মদ শহীদুল্লাহ বাংলা ভাষার পক্ষে তথ্যপূর্ণ হৃদয়স্পর্শী ভাষণ প্রদান করেন।
১৯৫৯- একটি মার্কিন ক্ষেপণাস্ত্রে বসানো ক্যামেরা দিয়ে মহাশূণ্য থেকে প্রথম পৃথিবীর রঙ্গিন ছবি তোলা হয়েছিলো।
১৯৮৩- ব্রুনাইর স্বাধীনতা ঘোষণা হয়।
২০০৯- এ দিনে সুপার মুন ও চন্দ্রগ্রহণ একই সঙ্গে ঘটেছিল।

জন্ম
১৮৬৯- ফরাসি চিত্রশিল্পী অঁরি মাতিস।
১৮৮০- নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন রাজনীতিবিদ জর্জ মার্শাল।
১৮৮৮- বৌদ্ধ ধর্ম ও দর্শন শাস্ত্রের গবেষক বেণীমাধব বড়ুয়া।
১৯৪৮- বাংলাদেশি কবি ও লেখক, বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী। ফরিদপুর জেলায় জন্ম এই কবির। বাংলা ভাষা ও সাহিত্যে অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার কর্তৃক তিনি ২০১৬ সালে একুশে পদকে ভূষিত হয়েছিলেন। ২০১৮ সালের ২০ ডিসেম্বর থেকে মৃত্যু অবধি বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে নিয়োজিত ছিলেন।

১৯৫২- বাংলাদেশি কবি ত্রিদিব দস্তিদার। চট্টগ্রামের পটিয়া থানার ধলঘাট গ্রামে জন্ম এই চির তরুণ, বর্ণিল, বােহেমিয়ান কবির। ১৯৬৬’র ৬ দফা আন্দোলন, ৬৯’র গণঅভ্যুত্থানের ছাত্রনেতা হিসেবে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৭১ সালে সক্রিয়ভাবে অংশ নেন মুক্তিযুদ্ধে।

মৃত্যু
১৬৯১- আধুনিক রসায়নের সহ-প্রতিষ্ঠাতা রবার্ট বয়েল।
১৯৮৩- বাংলাদেশের একজন প্রখ্যাত ভাষাসৈনিক ও প্রগতিশীল রাজনীতিবিদ মোহাম্মদ সুলতান।
১৯৯০- বাংলাদেশের একজন প্রখ্যাত বিপ্লবী বামপন্থী রাজনীতিবিদ ও কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা মণি সিংহ।
২০০৬- বাংলাদেশের একজন প্রখ্যাত কণ্ঠশিল্পী শেফালী ঘোষ।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর