হাওর বার্তা ডেস্কঃ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ জমা হয় দুর্নীতি দমন কমিশনে (দুদক)। সেই অভিযোগগুলো ২৪০টি চিঠির মাধ্যমে মাউশি ডিজিকে জানান দুদক। কিন্তু কার্যকর ফল আসেনি। তাই আগামীকাল বুধবার মাউশির ডিজিকে তলব করেছে দুদক।
বুধবার (২৯ ডিসেম্বর) সকাল ১১টায় ড. গোলাম ফারুককে দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।
দুদক সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার সাংবাদিকদের বলেন, মাউশি কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে অভিযোগ আসে। তারমধ্যে অনেক অভিযোগ দুদকের তফসিলভুক্ত নয়। সেসব অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে মাউশি মহাপরিচালকের কাছে চিঠি পাঠানো হয়। দুদকের চিঠিতে উল্লেখ করা অভিযোগগুলো বর্তমানে কী অবস্থায় আছে সেসব জানতেই মাউশি ডিজিকে ডাকা হয়েছে।
মাউশি’র বেশকিছু কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে বিধি লঙ্ঘন, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগ জমা পড়ে দুদকে। এরমধ্যে যেসব অভিযোগ দুদকের তফসিলভুক্ত, সেগুলো আমলে নিয়ে দুদক অনুসন্ধান করে।