হাওর বার্তা ডেস্কঃ মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয়ে ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসের। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই বিশেষ আয়োজন আজকের এই দিনে।
২৬ ডিসেম্বর ২০২১, রোববার। ১১ পৌষ ১৪২৮ বঙ্গাব্দ।
ঘটনা
১৮৯৮- পিয়ের ও মারি কুরি রেডিয়াম আবিষ্কার করেন।
১৯১৩- কলকাতা বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথ ঠাকুরকে ডিলিট উপাধি দেয়।
১৯৬২- বাংলাদেশের জাতীয় মসজিদ ঢাকার বায়তুল মোকাররমে জুমার নামাজ আদায়ের মাধ্যমে প্রথম নামাজ পড়া শুরু হয়।
১৯৯২- রোহিঙ্গা শরণার্থী প্রত্যাবর্তনে বাংলাদেশ ও মায়ানমারের মধ্যে প্রথম চুক্তি স্বাক্ষরিত হয়।
জন্ম
১৭৯১- ইংরেজ গণিতবিদ, কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ। ওয়ালওয়ার্থ রোড, ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন তিনি। তিনি ডিফারেন্স ইঞ্জিন ও অ্যানালাইটিক্যাল ইঞ্জিন নামে দুইটি যান্ত্রিক কম্পিউটার তৈরি করেছিলেন। তার তৈরি অ্যানালাইটিকাল ইঞ্জিন যান্ত্রিকভাবে গাণিতিক কাজ সম্পাদন করতে পারত এবং এই ইঞ্জিনের বিভিন্ন বৈশিষ্ট্য আজকের কম্পিউটারের ডিজাইনে এখনো গুরুত্বপূর্ণ বিষয়।
১৮২২- বাংলার প্রথম মৌলিক নাট্যকার ও হরিনাভি বঙ্গনাট্য সমাজের প্রতিষ্ঠাতা রামনারায়ণ তর্করত্ন।
১৮৫০- ভারতের চিকিৎসাশাস্ত্রে সবচেয়ে সম্মানিত ও প্রথম স্যার উপাধিপ্রাপ্ত চিকিৎসক স্যার কৈলাসচন্দ্র বসু।
১৮৬১- সাহিত্যিক মুন্সী মেহেরুল্লাহ।
১৯৩৮- বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতা আলমগীর কবির।
১৯৯২- বাংলাদেশি সংগীত শিল্পী মিনার রহমান।
মৃত্যু
১৮৩১- ইউরেশীয় কবি, যুক্তিবাদী চিন্তাবিদ ও শিক্ষক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও।
১৯৪৩- বাঙালি কবি মানকুমারী বসু। অবিভক্ত বাংলার যশোর জেলার কেশবপুর থানার সাগরদাঁড়িতে জন্ম মানকুমারীর। বাংলাদেশে সর্বজনবিদিত অন্যতম নারী কবি ও লেখিকা তিনি। মানকুমারী বসু ‘রাজলক্ষ্মী’, ‘অদৃষ্টচক্র’, এবং ‘শোভা’ গল্পের জন্য হেমেন্দ্রমোহন বসু প্রবর্তিত ‘কুন্তলীন পুরস্কার ‘ লাভ করেন। কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে ১৯৩৯ খ্রিস্টাব্দে ‘ভুবনমোহনী সুবর্ণপদক’ এবং ১৯৪১ খ্রিস্টাব্দে ‘জগত্তারিণী সুবর্ণপদক’ দানে সম্মানিত করে।
১৯৭২- মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৩তম রাষ্ট্রপতি হ্যারি এস. ট্রুম্যান।
১৯৮৬- ইংরেজ অভিনেত্রী এলসা ল্যানচেস্টার।
২০২০- বাংলাদেশি অভিনেতা আব্দুল কাদের।