ধর্ষণের কোনো আলামত পাওয়া যায় নি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী সোহাগী জাহান তনুর প্রথম ময়নাতদন্তের রিপোর্টে। এছাড়া মৃত্যুর সুনির্দিষ্ট কারণও পাওয়া যায়নি বলে জানিয়েছে ফরেনসিক বিভাগ।
সোমবার ফরেনসিক বিভাগ তনুর প্রথম ময়নাতদন্তের রিপোর্ট সিআইডি পুলিশের কাছে হস্তান্তর করেছে।
রিপোর্টে বলা হয়, তনুকে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। এছাড়া তার মৃত্যুর কারণও সুনির্দিষ্ট নয়। রিপোর্টে আরও বলা হয়েছে, তনুর শরীরে দুটি আঘাতের চিহ্ন রয়েছে। এতেও বোঝা যাচ্ছে না কীভাবে তার মৃত্যু হয়েছে।