ঢাকা ১১:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

আজকের এই দিনে মুহম্মদ জাফর ইকবালের জন্ম ও রুয়াল দালের প্রয়াণ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৬:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১
  • ১৩২ বার

হাওর বার্তা ডেস্কঃ মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয়ে ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসে। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই বিশেষ আয়োজন আজকের এই দিনে।

২৩ ডিসেম্বর ২০২১, বৃহস্পতিবার। ০৮ পৌষ ১৪২৮ বঙ্গাব্দ।

ঘটনা
৯৩০- পৃথিবীর প্রাচীনতম সংসদ আইনল্যান্ড সংসদ যাত্রা শুরু করে।
১৯১৮- বিশ্বভারতীর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রবীন্দ্রনাথ ঠাকুর।
১৯২২- রাজদ্রোহের অভিযোগে কবি কাজী নজরুল ইসলাম গ্রেফতার হন এবং সরকার কর্তৃক তার বই নিষিদ্ধ ঘোষণা করা হয়।
১৯৪৯- মওলানা ভাসানীর নেতৃত্বে আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়।
১৯৯৮- পৃথিবীর ১১তম ও বাংলাদেশের সর্ববৃহৎ যমুনা সেতু উদ্বোধন করা হয়।

জন্ম
১৯২০- পূর্ব পাকিস্তানের গভর্নর সাহেবজাদা ইয়াকুব খান।
১৯৩০- বাংলাদেশি সুরকার, সাংস্কৃতিক কর্মী ও স্বাধীনতা যুদ্ধের শহীদ মুক্তিযোদ্ধা আলতাফ মাহমুদ।
১৯৪৩- মার্কিন মঞ্চ ও চলচ্চিত্র অভিনেত্রী এলিজাবেথ হার্টম্যান।
১৯৫২- বাংলাদেশি লেখক, পদার্থবিদ ও শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবাল। পিতার কর্মস্থল সিলেটে জন্ম হয় তার। মুহম্মদ জাফর ইকবালের নাম আগে ছিল বাবুল। তার পিতা মুক্তিযোদ্ধা শহীদ ফয়জুর রহমান আহমদ এবং মা আয়েশা আখতার খাতুন। তিনি একাধারে কথাসাহিত্যিক ও বিজ্ঞান কল্পকাহিনি লেখক, কলম লেখক, পদার্থবিদ, শিক্ষাবিদ ও আন্দোলনকর্মী। তার লেখা কিছু উপন্যাস চলচ্চিত্রে রূপায়িত হয়েছে।

মৃত্যু
১৮৩৪- ইংরেজ অর্থনীতিবিদ ও জনমিতিবিদ টমাস ম্যালথাস।
১৯৯০- ওয়েল্সীয় সাহিত্যিক রুয়াল দাল। ১৯১৬ সালের ১৩ সেপ্টেম্বর ওয়েল্সের রাজধানী কার্ডিফে জন্ম গ্রহণ করেন তিনি। তার সব থেকে বিখ্যাত বইয়ের মধ্যে চার্লি অ্যান্ড দ্য চকলেট ফ্যাক্টোরি, জেমস অ্যান্ড দ্য জায়েন্ট পীচ, মাটিল্ডা, দ্য উইচেস, দ্য বি.এফ.জি এবং কিস্‌ কিস অন্যতম। তার অনেক বইয়ে কুয়েন্টিন ব্লেক ছবি এঁকেছেন।
২০০৪- ভারতের নবম প্রধানমন্ত্রী পি ভি নরসিমা রাও।
২০১১- বাংলাদেশের প্রখ্যাত ছাত্রনেতা, মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

আজকের এই দিনে মুহম্মদ জাফর ইকবালের জন্ম ও রুয়াল দালের প্রয়াণ

আপডেট টাইম : ১০:৩৬:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১

হাওর বার্তা ডেস্কঃ মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয়ে ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসে। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই বিশেষ আয়োজন আজকের এই দিনে।

২৩ ডিসেম্বর ২০২১, বৃহস্পতিবার। ০৮ পৌষ ১৪২৮ বঙ্গাব্দ।

ঘটনা
৯৩০- পৃথিবীর প্রাচীনতম সংসদ আইনল্যান্ড সংসদ যাত্রা শুরু করে।
১৯১৮- বিশ্বভারতীর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রবীন্দ্রনাথ ঠাকুর।
১৯২২- রাজদ্রোহের অভিযোগে কবি কাজী নজরুল ইসলাম গ্রেফতার হন এবং সরকার কর্তৃক তার বই নিষিদ্ধ ঘোষণা করা হয়।
১৯৪৯- মওলানা ভাসানীর নেতৃত্বে আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়।
১৯৯৮- পৃথিবীর ১১তম ও বাংলাদেশের সর্ববৃহৎ যমুনা সেতু উদ্বোধন করা হয়।

জন্ম
১৯২০- পূর্ব পাকিস্তানের গভর্নর সাহেবজাদা ইয়াকুব খান।
১৯৩০- বাংলাদেশি সুরকার, সাংস্কৃতিক কর্মী ও স্বাধীনতা যুদ্ধের শহীদ মুক্তিযোদ্ধা আলতাফ মাহমুদ।
১৯৪৩- মার্কিন মঞ্চ ও চলচ্চিত্র অভিনেত্রী এলিজাবেথ হার্টম্যান।
১৯৫২- বাংলাদেশি লেখক, পদার্থবিদ ও শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবাল। পিতার কর্মস্থল সিলেটে জন্ম হয় তার। মুহম্মদ জাফর ইকবালের নাম আগে ছিল বাবুল। তার পিতা মুক্তিযোদ্ধা শহীদ ফয়জুর রহমান আহমদ এবং মা আয়েশা আখতার খাতুন। তিনি একাধারে কথাসাহিত্যিক ও বিজ্ঞান কল্পকাহিনি লেখক, কলম লেখক, পদার্থবিদ, শিক্ষাবিদ ও আন্দোলনকর্মী। তার লেখা কিছু উপন্যাস চলচ্চিত্রে রূপায়িত হয়েছে।

মৃত্যু
১৮৩৪- ইংরেজ অর্থনীতিবিদ ও জনমিতিবিদ টমাস ম্যালথাস।
১৯৯০- ওয়েল্সীয় সাহিত্যিক রুয়াল দাল। ১৯১৬ সালের ১৩ সেপ্টেম্বর ওয়েল্সের রাজধানী কার্ডিফে জন্ম গ্রহণ করেন তিনি। তার সব থেকে বিখ্যাত বইয়ের মধ্যে চার্লি অ্যান্ড দ্য চকলেট ফ্যাক্টোরি, জেমস অ্যান্ড দ্য জায়েন্ট পীচ, মাটিল্ডা, দ্য উইচেস, দ্য বি.এফ.জি এবং কিস্‌ কিস অন্যতম। তার অনেক বইয়ে কুয়েন্টিন ব্লেক ছবি এঁকেছেন।
২০০৪- ভারতের নবম প্রধানমন্ত্রী পি ভি নরসিমা রাও।
২০১১- বাংলাদেশের প্রখ্যাত ছাত্রনেতা, মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাক।