হাওর বার্তা ডেস্কঃ নিরাপদ সড়ক আন্দোলনে সময়ের ৯ দফা দাবি বাস্তবায়নে ২ দিন সময় বেঁধে দিয়ে সড়ক ছেড়েছে রাপা প্লাজার সামনে বিক্ষোভরত শিক্ষার্থীরা। আগামী রোববার ও সোমবার বিক্ষোভ ডেকেছে তারা। আজ শনিবার (২৭ নভেম্বর) দুপুরে রাজধানীর আসাদগেট ও ধানমণ্ডি ২৭ নম্বর এলাকায় কয়েকটি কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
শেরেবাংলা নগর থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে বলেন, ধানমণ্ডি বয়েজ স্কুলের শিক্ষার্থীরা ধানমণ্ডি ২৭ নম্বর মোড়ে সড়ক অবরোধ করেছে। শিক্ষার্থীদের বুঝিয়ে ফেরত পাঠানোর চেষ্টা চলছে।
এর আগে নাঈম হাসান হত্যার বিচারে দোষীদের চিহ্নিত করে আটক করতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে নটর ডেম কলেজের শিক্ষার্থীরা। হত্যার বিচার দাবিতে রাজপথের আন্দোলনে অংশ নিতে অন্য কলেজের শিক্ষার্থীদের নিরুৎসাহিত করেছে নটর ডেম এর শিক্ষার্থীরা। তারা বলেছে, বন্ধু হত্যার বিচার নিশ্চিত করার দায় তাদেরই।
রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে হাফ ভাড়ার দাবিতে বিক্ষোভ করছে অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।গত বুধবার দুপুর পৌনে ১২টার দিকে গুলিস্তান হল মার্কেটের সামনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার ট্রাকের ধাক্কায় প্রাণ হারান ১৭ বছরের নাঈম হাসান।