সবার জন্য উন্মুক্ত স্পটিফাই ‘লিরিকস’

হাওর বার্তা ডেস্কঃ স্ট্রিমিং সেবাদাতা প্ল্যাটফরম স্পটিফাই বিশ্বের সব দেশের ব্যবহারকারীর জন্য ‘রিয়াল-টাইম লিরিকস’ ফিচার উন্মুক্ত করে দিয়েছে। ফলে এখন যে দেশেই থাকুন না কেন স্পটিফাইয়ের প্রিমিয়াম ও বিনা পয়সার উভয় গ্রাহকই ফিচারটি উপভোগের সুযোগ পাবেন শ্রোতা।

স্পটিফাই বলছে, তাদের পুরো মিউজিক লাইব্রেরির সিংহভাগের ক্ষেত্রেই গানের কথা পাওয়া যাবে ‘রিয়াল-টাইম লিরিকস’ ফিচারের অধীনে। নতুন এ ফিচারটির মাধ্যমে আইওএস, অ্যান্ড্রয়েড, ডেস্কটপ কম্পিউটার, স্মার্ট টিভি এমনকি গেমিং কনসোলেও স্পটিফাইয়ে গান শোনার সময় স্ক্রিনেই দেখা যাবে গানের কথা।

স্পটিফাইয়ের জন্য লিরিকসের জোগান দিচ্ছে ‘মিউজিক্সম্যাচ’, যেখানে আছে ৮০ লাখের বেশি গানের কথার ডেটাবেইজ। ‘রিয়াল-টাইম লিরিকস’ ফিচারে গ্রাহক নিজে গানের কথা দেখে গলা মেলানোর পাশাপাশি সামাজিক মাধ্যমেও শেয়ার করার সুযোগ পাবেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর