হাওর বার্তা ডেস্কঃ শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি বলেছেন, আমরা সনদধারী শিক্ষার্থী তৈরি করতে চাইনা। লেখাপড়া শেষ করে বেকার থাকবে এমন ধরনের শিক্ষা ব্যবস্থা আমরা চাইনা। কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এখনও সিংহভাগ শিক্ষার্থী লেখাপড়া করে। তাদের কর্মমুখী শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে শিক্ষা কারিকুলাম পরিবর্তন করতে চাই। যাতে তারা লেখাপড়া শেষ করে চাকরির নিশ্চয়তা পায় সে জন্য কর্মমুখী শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষার্থীরা যাতে কর্মমুখী শিক্ষাগ্রহণ করার পর কর্মজীবনে প্রবেশ করতে পারে তাদের সেভাবে আমরা তৈরি করে দিতে পারি। সে জন্যই আমরা কর্মশালার আয়োজন করেছি। তিনি বলেন শিক্ষার্থীদের চতুর্থ শিল্পে বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য কি করে তাদের প্রস্তুত করতে পারি সে জন্য আমরা কাজ করছি।
রংপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার ঘোষণা দিয়ে বলেন অচিরেই এ কার্যক্রম শুরু করার পদক্ষেপ নেওয়া হচ্ছে এ লক্ষ্যে কাজ চলছে বলেও জানান তিনি। এ সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড, মশিউর রহমান ,ডিন আনোয়ার হোসেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রাজু’সহ অনেকে উপস্থিত ছিলেন।