যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি প্রতিষ্ঠান মাত্র নয় ডলারের কম্পিউটার বাজারে আনার ঘোষণা দিয়েছে। এর জন্য ‘নেক্সট থিং’ নামের প্রতিষ্ঠানটি তহবিল সংগ্রহ করছে। কোম্পানিটির তরফ থেকে জানানো হয়েছে, নয় ডলারের কম্পিউটারটির আকারে হবে একটি ক্রেডিট কার্ডের সমান।
এটিতে শুধুমাত্র সেসব যন্ত্রাংশই থাকবে যেটুকু না থাকলেই নয়। এর প্রথম সংস্করণে এক গিগাহার্জ প্রসেসর, ৫১২ মেগাবাইট র্যাম ও চার গিগাবাইট স্টোরেজ থাকবে। কোম্পানিটি ২০১৬ সালে কম্পিউটারটির প্রথম সংস্করণ বাজারে ছাড়ার ব্যপারে আশাবাদী। ইতিমধ্যে বাজারে থাকা ৩৫ ডলারের র্যাস্পবেরি পাই-২ কম্পিউটারের সাথে প্রতিযোগিতা করবে নেক্সট থিং-এর এই কম্পিউটার।
নয় ডলারের কম্পিউটারটিতে লিনাক্স অপারেটিং সিস্টেমের একটি সংস্করণ সমর্থন করবে। এতে থাকবে একটিই ওয়েব ব্রাউজার ও অফিস অ্যাপ্লিকেশনের একটি প্যাকেজ। এছাড়াও কোম্পানিটি পকেট চিপ নামের আরেকটি ৪৯ ডলারের কম্পিউটার বাজারে ছাড়ার পরিকল্পনার কথা জানিয়েছে। সূত্র: বিবিসি