হাওর বার্তা ডেস্কঃ সমুদ্রে বিধ্বস্ত একটি বিমানের সব আরোহী অলৌকিকভাবে বেঁচে গেছেন বলে ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার দুপুর সাড়ে তিনটার দিকে ছোট ইঞ্জিন বিশিষ্ট ওই বিমানটি অস্ট্রেলিয়ার পার্থ শহরে সমুদ্রে বিধ্বস্ত হয়। তবে ওই বিমানের আরোহীরা প্রাণে বেঁচে গেলেন।
ছোট ইঞ্জিনবিশিষ্ট বিমানটিতে পাইলট ছাড়া আর মাত্র একজন যাত্রী ছিলেন।
বিমানটির ইঞ্জিন বিকল হওয়ার পর তা সমুদ্রে বিধ্বস্ত হয়। তবে আরোহীরা সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে প্রাণে রক্ষা পান। তবে বিমানটি তীর থেকে অল্প দূরে বিধ্বস্ত হওয়ায় মাত্র ২০ মিটার সাঁতরে তারা সমুদ্রের তীরে আসতে সক্ষম হন।
বিমানটি বিধ্বস্ত হওয়ার সময় সমুদ্রের তীরে অনেকেই উপস্থিত ছিলেন। তারা ওই সময়কার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন।
প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি জানান, বিমানের যাত্রীকে সাঁতরে তীরে আসার পর স্বাভাবিকভাবে নিজের মোবাইল ফোন খুঁজতে থাকে। ফোনটি তার পকেটেই ছিল। এবং সেটা কাজও করছিল বলে ওই ব্যক্তি জানান।
বিমানটি পানিতে পড়ার সময় টিনের কোনো পাত্র পানিতে পড়লে যেমন শব্দ হয়, তেমন শব্দ শোনা যাচ্ছিল বলে কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন।
বিমানচালকের দক্ষতাতেই তারা প্রাণে বেঁচে যান বলে জানিয়েছে পুলিশ।