শনিবার (১৩ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় শহরের সাতপাই নদীর পাড় হিমু পাঠক আড্ডার কার্যালয় থেকে পুলিশ সুপার মো. আকবর আলী মুনসীর নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রাটির শুভ উদ্বোধন করেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক অধ্যাপক যতীন সরকার।
সাহিত্যের বরপুত্র হুমায়ূন আহমেদ। আর এমন আয়োজনের মধ্য দিয়েই নতুন প্রজন্মের মাঝে হুমায়ূন আহমেদের সাহিত্যকে তুলে ধরার একটি ভালো উদ্যোগ। আনন্দের সাথে সাথে তরুণরা সাহিত্য সংস্কৃতির দিকে ঝুঁকবে বলেও তারা মনে করেন। এতে যুবকরাও ভিন্ন পথে ধাবিত হবে না। সাহিত্য ছাড়া সুন্দর সমাজ গঠন হয় না।
হলুদ পাঞ্জাবী আর নীল শাড়িতে হিমু রূপাদের পদযাত্রায় বিভিন্ন বয়সের সাংবাদিক, লেখক, বুদ্ধিজীবী, সংস্কৃতি ব্যাক্তিত্বরা অংশ নিয়েছেন। শোভাযাত্রাটি শহরের কালীবাড়ি মোড় হয়ে তেরি বাজার, ছোট বাজার, শহীদ মিনার মোড় হয়ে পৌরসভা মোড় দিয়ে মোক্তারপাড়া মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়।
পরে সেখানে সংগঠনের সভাপতি আলপনা বেগমের পরিচালনায় জন্মদিনের কেক কাটেন জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান, পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান ও অধ্যাপক যতীন সরকার।