৫ পুরুষ প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে চেয়ারম্যান সোনিয়া

হাওর বার্তা ডেস্কঃ পাঁচ পুরুষ প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে হারিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তানজিন নাহার সোনিয়া। পটুয়াখালীর সদর উপজেলার বদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানে ৫ পুরুষ প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হন তিনি। সোনিয়া ছিলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) অনুষ্ঠেয় দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে নির্বাচিত হন সোনিয়া। ৬ হাজার ৯৪৬ ভোট পেয়ে নির্বাচিত হন তিনি। শুধু তাই নয়, পটুয়াখালী জেলার ১৯টি ইউপি নির্বাচনে একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী ছিলেন তিনি।

তানজিন নাহার সোনিয়া পটুয়াখালী-১ (সদর-মির্জাগঞ্জ-দুমকি) আসনের প্রাক্তন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম মো. হাবিবুর রহমান হাবিব মিয়ার মেয়ে।

সোনিয়ার সঙ্গে প্রতিদ্বন্দ্বী ছিলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আবুল বশার (হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মিজানুর রহমান (ঘোড়া), মোহাম্মদ আবদুস সালাম শরীফ (অটোরিকশা), মো. জয়নাল আবেদীন সিপাই (চশমা) ও মো. হাবিবুর রহমান (আনারস)।

নবনির্বাচিত চেয়ারম্যান তানজিন নাহার সোনিয়া বলেন, ‘এখানে দলের সব স্তরের নেতাকর্মীরা আমার পাশে ছিলেন এবং তারা ঐক্যবদ্ধভাবে প্রচার-প্রচারণা করায় আমি জয়লাভ করতে পেরেছি। এটা আমার বিজয় নয় এটা নৌকার বিজয়, জনগণের বিজয়।’

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর