হাওর বার্তা ডেস্কঃ ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ বাংলাদেশে আসছেন। আগামী ১৬ ডিসেম্বর ঢাকায় বিজয় দিবসের বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি বলে জানা গেছে।
শনিবার সন্ধ্যায় ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্র গণমাধ্যমেকে এ তথ্য নিশ্চিত করেছে।
রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দের এ সফর ১৫ ডিসেম্বর শুরু হয়ে তিনদিনের জন্য হতে পারে। এছাড়া ভারতের রাষ্ট্রপতি হিসেবে এটিই হবে তার প্রথম বাংলাদেশ সফর।
জানা গেছে, ভারতের রাষ্ট্রপতি এরইমধ্যে বাংলাদেশের রাষ্ট্রপতির আমন্ত্রণ গ্রহণ করেছেন। তবে আনুষ্ঠানিকভাবে এখনও ঢাকা সফরের বিষয়টি ঘোষণা করা হয়নি।