কিশোরগঞ্জের ২৩ ইউনিয়নে নৌকা পেলেন যারা

হাওর বার্তা ডেস্কঃ দশম ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তৃতীয় ধাপে আগামী ২৮ নভেম্বর কিশোরগঞ্জ জেলার তিনটি উপজেলার মোট ২৩টি ইউনিয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। উপজেলা তিনটি হচ্ছে, কিশোরগঞ্জ সদর, নিকলী ও কুলিয়ারচর।

এসব ইউনিয়নের চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। গত রোববার (২৪ অক্টোবর) আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।

ঘোষিত তফসিল অনুযায়ী তৃতীয় ধাপের এসব ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২ নভেম্বর।
এছাড়া মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ৪ নভেম্বর, প্রত্যাহারের শেষ দিন ১১ নভেম্বর। আর নির্বাচন অনুষ্ঠিত হবে ২৮ নভেম্বর।

কিশোরগঞ্জ জেলার তিনটি উপজেলার মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলার ১১টি ইউনিয়ন, নিকলী উপজেলার ৭টি ইউনিয়ন এবং কুলিয়ারচর উপজেলার ৫টি ইউনিয়নে ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে।

কিশোরগঞ্জ সদর উপজেলার ১১টি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা হচ্ছেন, রশিদাবাদ ইউনিয়নে শাহ্ মুহাম্মদ মাসুদ রানা, লতিবাবাদ ইউনিয়নে শরীফ আহমেদ খান, মাইজখাপন ইউনিয়নে মো. আবুল কালাম আজাদ, মহিনন্দ ইউনিয়নে মো. ছাদেকুর রহমান, যশোদল ইউনিয়নে মো. শফিকুল হক বাবুল হাজী, বৌলাই ইউনিয়নে মো. আওলাদ হোসেন, বিন্নাটি ইউনিয়নে মো. আজহারুল ইসলাম, মারিয়া ইউনিয়নে মো. মুজিবুর রহমান হলুদ, চৌদ্দশত ইউনিয়নে এ,বি, ছিদ্দিক খোকা, কর্শাকড়িয়াইল ইউনিয়নে মো. বদর উদ্দিন এবং দানাপাটুলী ইউনিয়নে মো. সাখাওয়াত হোসেন দুলাল।

নিকলী উপজেলার ৭টি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা হচ্ছেন, সিংপুর ইউনিয়নে মোহাম্মদ আলী, দামপাড়া ইউনিয়নে মো. আলী আকবর, কারপাশা ইউনিয়নে তাকি আমান খাঁন, নিকলী সদর ইউনিয়নে কারার শাহরিয়ার আহমেদ তুলিপ, জারইতলা ইউনিয়নে আজমল হোসেন, গুরুই ইউনিয়নে মো. তোতা মিয়া এবং ছাতিরচর ইউনিয়নে মো. শামসুজ্জামান চৌধুরী।

কুলিয়ারচর উপজেলার ৫টি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা হচ্ছেন,  গোবরিয়া আব্দুল্লাপুর ইউনিয়নে মোহাম্মদ এনামুল হক, উছমানপুর ইউনিয়নে মো. নিজাম ক্বারী, ছয়সূতী ইউনিয়নে মো. ইকবাল হোসেন, সালুয়া ইউনিয়নে মোহাম্মদ কাইয়ুম এবং ফরিদপুর ইউনিয়নে এস এম আজিজ উল্লাহ।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর