পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, আমি এখনও মন্ত্রী হইনি। যেদিন দেশে দরিদ্র থাকবে না, শিক্ষাব্যবস্থা অনেক উন্নত হবে, আমাদের ছেলে-মেয়েরা দেশ-বিদেশে সুনাম কুড়াবে। আমি সেদিনই প্রকৃতভাবে মন্ত্রী হবো। আর আমি বেহেশতে যাওয়ার জন্যই রাজনীতি করি।
রবিবার দুপুরে পরিকল্পনা মন্ত্রণালয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে ‘প্রভাব মূল্যায়ন ও নিবিড় পরিবীক্ষণ সমীক্ষা প্রতিবেদন উপস্থাপন’ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
মুস্তাফা কামাল দাবি করেন, মানুষের জন্ম থেকে মুত্যৃ পর্যন্ত রাজনীতি জড়িয়ে আছে। যারা দেশের জন্য ভালো কাজ করেন তারা সবাই রাজনীতি করেন। আমরা কেউ রাজনীতির বাইরে না। দেশের যতো ভালো কাজ হয়েছে, তা সব রাজনীতিবিদরাই করেছেন।’
মন্ত্রী বলেন, ‘দেশে যেসব রাস্তা তৈরি হয়েছে, তার নিচে পানি জমে আছে। রাস্তা বানানোর সময় পানি সঠিকভাবে নিষ্কাশন করা হয় না বলে গরমে রাস্তাগুলো ফুলে ওঠে এবং নষ্ট হয়ে যায়। এ জন্যে কংক্রিটের রাস্তা নির্মাণ করা জরুরি। এটাই হবে স্থায়ী সমাধান।’
ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘আমার মন্ত্রণালয়ে প্রকল্প মূল্যায়ন (পিইসি) সভা হয়। কিন্তু এখানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কেউ আসেন না। এবার থেকে উচ্চপর্যায়ের কেউ না এলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ওই প্রকল্প বাতিল করে দেবো।’