এক রানের আক্ষেপে পুড়ছে সাড়া দেশ। আর সেটা বোধহয় সবচেয়ে বেশি পোড়াচ্ছে মুশফিকুর রহিমকে। নিজের আউটকে ভারতের কাছে হারের জন্য দায়ী করে দুঃখ প্রকাশ করেছেন।
এক সময়ে দরকার ছিল তিন বলে দুই রান। ছক্কায় ম্যাচ শেষ করতে গিয়ে সীমানায় ক্যাচ দিয়ে ফেরেন মুশফিক। দলের অন্যতম নির্ভরযোগ্য এই ব্যাটসম্যানকে এখনো যন্ত্রণা দিচ্ছে সেই আউট।
বৃহস্পতিবার নিজের ফেইসবুক ফ্যান পেইজে মুশফিক বলেন, ‘এরকম সময়ে আমার এভাবে আউট হওয়া ঠিক হয়নি… হয়তো আমার জন্যই দল হেরে গেছে… সেক্ষেত্রে দেশবাসীর কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত। আশা করি, এটা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে আপনাদের মুখে আবারও হাসি এনে দিতে পারব।’
‘আমি জানি গতকালের হারটি আপনাদের জন্য অনেক বেদনাদায়ক ছিল… কিন্তু দলের সকলেই প্রতিটি ম্যাচে নিজেকে উজাড় করে দিয়ে খেলে… তাই আমার ও দলের সবার জন্যই পরাজয়টা কষ্টকর ছিল।’
মুশফিক ফিরে যাওয়ার পরের বলে ছক্কা হাঁকাতে গিয়ে আউট হন মাহমুদউল্লাহ। তিনি নিজের ফেইসবুক পেইজে শেয়ার করেন ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির কমেন্ট।
আমি জানি গতকালের হারটি আপনাদের জন্য অনেক বেদনাদায়ক ছিল… কিন্তু দলের সকলেই প্রতিটি ম্যাচে নিজেকে উজাড় করে দিয়ে খেলে… …