বিজয় দাস, নেত্রকোনা প্রতিনিধিঃ কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুরসহ দেশের বিভিন্ন স্থানে দর্গা মন্দির ,ইসকন মন্দির ও রামকৃষ্ণ মিশন মন্দিরে হামলা-ভাংচুর ,খুন ও সাম্প্রদায়িক উস্কানির প্রতিবাদে নেত্রকোনায় এক বিশাল মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
আজ সোমবার দুপুরে (১৮ অক্টোবর) জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়়কে ইসকন নেত্রকোনা জেলা শাখা এ কর্মসূচীর আয়োজন করে । জেলা পূূজা উদযাপন পরিষদ , জাতীয় হিন্দু ফোরাম, জাতীয় হিন্দু মহাজোট,জাতীয় সনাতন সমাজ , রামকৃষ্ণ মিশন , সৎসঙ্গসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা এ অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ইসকনের পরিচালক শ্রীমান জয়রাম দাস ব্রহ্মচারী। সঞ্চালনায় ছিলেন জগন্নাথ বল্লভ মন্দিরের শ্রীগর্ভদাস ব্রহ্মচারী।
এসময় বক্তব্য রাখেন , জেলা পূজা উদযাপন পরিষদের নেতা অধ্যাপক পঙ্কজ সরকার ,জেলা কমিটির সম্পাদক সুব্রত সরকার, গনেশ চন্দ্র তালুকদার, ইসকনের ভক্ত শ্যামল সরকার , নমিতা রানী পালসহ আরো অনেকে।
মানববন্ধনে বক্তারা বলেন, শারদীয় দুর্গোৎসব চলাকালীন সময়ে বাংলাদেশের বিভিন্ন মন্দির, বাসাবাড়িতে ভাংচুর করেছে , নোয়াখালির ইসকন মন্দিরের ভক্ত খুুন করেছে ধর্মের নামে সারাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে তাদের শনাক্ত করে দৃষ্টান্তমুলক শাস্তি দেওয়া উচিত। এরা বর্তমান মুুুক্তিযুদ্ধের পক্ষের সরকার ও সনাতন ধর্মাবলম্বীদের বিরুদ্ধে উস্কানীদাতা ও ষড়যন্ত্রকারী ,এদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।
বক্তারা আরো বলেন, সাম্প্রদায়িক সন্ত্রাস চিরতরে নির্মূল করে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
সবশেষে সনাতন সম্প্রদায়ের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের উপস্থিতিতে নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ে এক স্মারকলিপি প্রদান করেন। জেলা প্রশাসক মোঃ কাজী আব্দুর রহমান তা রিসিভ করেন ও সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন খোঁজখবর নেন।