ঢাকা ০৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ২৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বিভিন্ন আয়োজনে কবি হেলাল হাফিজের জন্মদিন পালন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১
  • ১৮০ বার

বিজয় দাস ,নেত্রকোনা প্রতিনিধিঃ নানা আয়োজনে বাংলাদেশের আধুনিক কবি হেলাল হাফিজের নিজ জেলা নেত্রকোনায় পালিত হয়েছে ৭৪ তম জন্মদিন। ‘তারুণ্যের হাতে বই থাকুক, নিত্য দিনের সঙ্গী হয়ে’ এমন স্লোগানে নেত্রকোনায় একদল তরুণদের নিয়ে গড়ে ওঠা হিমু পাঠক আড্ডার উদ্যোগে আজ বৃহস্পতিবার দিনব্যাপী জেলা শিল্পকলা একাডেমির নজরুল মঞ্চে গান ও কবিতার মধ্য দিয়ে কেক কাটা হয়েছে।

অনুষ্ঠানে সাংবাদিক  আলপনা বেগমের পরিচালনায় বিভিন্ন বয়সের কবি সাহিত্যিক সাংবাদিকসহ নতুন প্রজন্মের তরুণ তরুনিদের নিয়ে কেক কাটেন জেলা প্রশাসক কা জি মো. আবদুর রহমান।

প্রথমেই প্রদীপ প্রজ্বলন করে আগুনের পরশমনি ছোঁয়াও প্রাণে পরিবেশন করেন শিল্পী নারায়ন কর্মকার, সৈয়দা নাজনীন সুলতানা সুইটি, মনোয়ার হোসেন মামুন, প্রিয়াঙ্কা বিশ্বাস, সৈয়দা নাসরীন সুলতানা শিউলি, শিল্পী ভট্টাচাযর্য ও সুব্রত রায় টিটু। পরে প্রবন্ধ পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাথর্ী হিমু তানভীর হায়াত খান। এর পরপরই কবির জন্মদিনের কেককাটা অনুষ্ঠিত হয়।

এসময় কবির বিখ্যাত কবিতা নিষদ্ধি সম্পাদকীয় পাঠ করেন নাসিফ কবীর নভ, ইচ্ছেছিলো পাঠ করেন অবৃত্তি শিল্পী তরুময় বিশ্বাস পাভেল, সবশেষে কষ্টের ফেরিওলা পাঠ করেন নাইম সুলতানা লিবন। এছাড়াও বাংলা বিভাগের নাজমা আলী, তানভিয়া আজিমসহ অন্যান্য কবিরা কবির উল্লেখযোগ্য বিভিন্ন কবিতা পাঠ করেন।

জন্মদিনে কবির লেখা কবিতার পাশাপাশি অভিব্যক্তি প্রকাশ করেছেন, কবির বাল্য বন্ধু মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, প্রবীণ সাংবাদিক শ্যামলেন্দু পাল, উদীচীর সভাপতি মোস্তাফিজুর রহমান খান, জেলা শিল্পকলা একাডেমির কালাচারাল অফিসার আব্দুল্লাহ আল মামুন, নেত্রকোনা সরকারী মহিলা কলেজের রাষ্ট্র বিজ্ঞানের সরকারী শিক্ষক অধ্যাপক কামরুল হাসান, আবু আব্বাস ডিগ্রী কলেজের অধ্যাপক নাজমুল কবীর সরকার, কবির প্রিয় বিদ্যাপিঠ দত্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান কবীর সাজু, আমাদের নেত্রকোনা পত্রিকার সম্পাদক মাহফুজ স্বপন, শিকড় উন্নয়ন কর্মসূচীর সভাপতি রফিকুল ইসলাম আপেল, কবি সোহরাব উদ্দিন আকন্দ, সাংবাদিক একে এম আব্দুল্লাহ, কবি ও সাংবাদিক কামাল হোসাইন, কবি তানভীর জাহান চৌধুরী, কবি কল্পনা ঘোষ, কবির ভাগ্নে তালহা ইবনে তাহের মুন্নাসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা।

কবির জন্মদিনের আয়োজন নিয়ে জেলা প্রশাসক কাজী মো. আবদুর রহমান তার অভিব্যক্তিতে বলেন, “আমাদের বাস্তবিক অর্থে, ইহজগতে নানাবিধ কার্যাবলী সম্পাদনের সাথে সাথে আমরা যদি আমাদেরকে বাঁচিয়ে না রাখি, প্রাণবন্ত না রাখি, সৃষ্টিশীলতাকে চর্চা না করি, অনুশীলন না করি, আমরা যদি তরুণ প্রজন্ম থেকে প্রজন্ম গড়ে না তুলি তাহলে কিন্তু আমাদের সমাজ মৃত হয়ে যাবে,।

তিনি আরো বলেন, “প্রেম একটি শ্বাসত বিষয়, পৃথিবীর এমন কোন মানুষ নেই যার জীবনে প্রেম আসবেনা” প্রেমের মধ্যে থেকে তিনি সবকিছু জয় করেছেন। প্রেম পাওয়াই কিন্তু প্রেমের মৃত হয়ে যাওয়া, পাওয়ার মধ্যে সবসুখ নয়, ত্যাগের মধ্যে ই সুখ “প্রেমকে না পাওয়ার যে জয় আছে তার বড় উদাহরণ হলেন কবি হেলাল হাফিজ।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

বিভিন্ন আয়োজনে কবি হেলাল হাফিজের জন্মদিন পালন

আপডেট টাইম : ০৬:৩৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১

বিজয় দাস ,নেত্রকোনা প্রতিনিধিঃ নানা আয়োজনে বাংলাদেশের আধুনিক কবি হেলাল হাফিজের নিজ জেলা নেত্রকোনায় পালিত হয়েছে ৭৪ তম জন্মদিন। ‘তারুণ্যের হাতে বই থাকুক, নিত্য দিনের সঙ্গী হয়ে’ এমন স্লোগানে নেত্রকোনায় একদল তরুণদের নিয়ে গড়ে ওঠা হিমু পাঠক আড্ডার উদ্যোগে আজ বৃহস্পতিবার দিনব্যাপী জেলা শিল্পকলা একাডেমির নজরুল মঞ্চে গান ও কবিতার মধ্য দিয়ে কেক কাটা হয়েছে।

অনুষ্ঠানে সাংবাদিক  আলপনা বেগমের পরিচালনায় বিভিন্ন বয়সের কবি সাহিত্যিক সাংবাদিকসহ নতুন প্রজন্মের তরুণ তরুনিদের নিয়ে কেক কাটেন জেলা প্রশাসক কা জি মো. আবদুর রহমান।

প্রথমেই প্রদীপ প্রজ্বলন করে আগুনের পরশমনি ছোঁয়াও প্রাণে পরিবেশন করেন শিল্পী নারায়ন কর্মকার, সৈয়দা নাজনীন সুলতানা সুইটি, মনোয়ার হোসেন মামুন, প্রিয়াঙ্কা বিশ্বাস, সৈয়দা নাসরীন সুলতানা শিউলি, শিল্পী ভট্টাচাযর্য ও সুব্রত রায় টিটু। পরে প্রবন্ধ পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাথর্ী হিমু তানভীর হায়াত খান। এর পরপরই কবির জন্মদিনের কেককাটা অনুষ্ঠিত হয়।

এসময় কবির বিখ্যাত কবিতা নিষদ্ধি সম্পাদকীয় পাঠ করেন নাসিফ কবীর নভ, ইচ্ছেছিলো পাঠ করেন অবৃত্তি শিল্পী তরুময় বিশ্বাস পাভেল, সবশেষে কষ্টের ফেরিওলা পাঠ করেন নাইম সুলতানা লিবন। এছাড়াও বাংলা বিভাগের নাজমা আলী, তানভিয়া আজিমসহ অন্যান্য কবিরা কবির উল্লেখযোগ্য বিভিন্ন কবিতা পাঠ করেন।

জন্মদিনে কবির লেখা কবিতার পাশাপাশি অভিব্যক্তি প্রকাশ করেছেন, কবির বাল্য বন্ধু মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, প্রবীণ সাংবাদিক শ্যামলেন্দু পাল, উদীচীর সভাপতি মোস্তাফিজুর রহমান খান, জেলা শিল্পকলা একাডেমির কালাচারাল অফিসার আব্দুল্লাহ আল মামুন, নেত্রকোনা সরকারী মহিলা কলেজের রাষ্ট্র বিজ্ঞানের সরকারী শিক্ষক অধ্যাপক কামরুল হাসান, আবু আব্বাস ডিগ্রী কলেজের অধ্যাপক নাজমুল কবীর সরকার, কবির প্রিয় বিদ্যাপিঠ দত্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান কবীর সাজু, আমাদের নেত্রকোনা পত্রিকার সম্পাদক মাহফুজ স্বপন, শিকড় উন্নয়ন কর্মসূচীর সভাপতি রফিকুল ইসলাম আপেল, কবি সোহরাব উদ্দিন আকন্দ, সাংবাদিক একে এম আব্দুল্লাহ, কবি ও সাংবাদিক কামাল হোসাইন, কবি তানভীর জাহান চৌধুরী, কবি কল্পনা ঘোষ, কবির ভাগ্নে তালহা ইবনে তাহের মুন্নাসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা।

কবির জন্মদিনের আয়োজন নিয়ে জেলা প্রশাসক কাজী মো. আবদুর রহমান তার অভিব্যক্তিতে বলেন, “আমাদের বাস্তবিক অর্থে, ইহজগতে নানাবিধ কার্যাবলী সম্পাদনের সাথে সাথে আমরা যদি আমাদেরকে বাঁচিয়ে না রাখি, প্রাণবন্ত না রাখি, সৃষ্টিশীলতাকে চর্চা না করি, অনুশীলন না করি, আমরা যদি তরুণ প্রজন্ম থেকে প্রজন্ম গড়ে না তুলি তাহলে কিন্তু আমাদের সমাজ মৃত হয়ে যাবে,।

তিনি আরো বলেন, “প্রেম একটি শ্বাসত বিষয়, পৃথিবীর এমন কোন মানুষ নেই যার জীবনে প্রেম আসবেনা” প্রেমের মধ্যে থেকে তিনি সবকিছু জয় করেছেন। প্রেম পাওয়াই কিন্তু প্রেমের মৃত হয়ে যাওয়া, পাওয়ার মধ্যে সবসুখ নয়, ত্যাগের মধ্যে ই সুখ “প্রেমকে না পাওয়ার যে জয় আছে তার বড় উদাহরণ হলেন কবি হেলাল হাফিজ।