হাওর বার্তা ডেস্কঃ শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা
বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে দায়িত্বপালন করা সফল রাষ্ট্রনায়ক। তিনি
বঙ্গবন্ধুর আজীবনের লালিত স্বপ্ন সুখী সমৃদ্ধ সোনার বাংলাদেশ বিনির্মাণে নিরলস
পরিশ্রম করে যাচ্ছেন। তাঁর বলিষ্ঠ নেতৃত্বে এগিয়ে চলছে দেশ। বাংলাদেশ আজ বিশ্বে মাথা
উঁচু করে দাঁড়িয়েছে। তিনি এখন বিশ্বনেতা।
প্রতিমন্ত্রী গতকাল মিরপুরের মতিউর রহমান ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে কেক কাটা, দোয়া ও আলোচনা অনুষ্ঠানে
প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। অনুষ্ঠানে কাফরুল থানা আওয়ামী লীগের
সহসভাপতি আলাউদ্দিনের সভাপতিত্বে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তৃতা
করেন।
প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা সাড়ে তিন বছরে যে কর্মসূচি রেখে গেছেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে আজ অর্থনৈতিক প্রবৃদ্ধি, খাদ্যে
স্বয়ংসম্পূর্ণতা, নারীর ক্ষমতায়ন, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, গ্রামীণ অবকাঠামো, যোগাযোগ,
জ্বালানি, বিদ্যুৎ, বাণিজ্য, তথ্যপ্রযুক্তিসহ সকল ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন
করছে বাংলাদেশ। করোনা মহামারি আমরা দক্ষতার সাথে মোকাবিলা করেছি।
প্রতিমন্ত্রী আরো বলেন, দেশে শিক্ষার হার বেড়েছে। শিক্ষার্থীদের শিল্প
মন্ত্রণালয়ের অধীন নতুন নতুন শিল্প উদ্যোক্তা তৈরি করার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা
করা হয়েছে, তাদেরকে দক্ষ করে বিদেশেও চাকরির ব্যবস্থা করা হচ্ছে।