বলিউডের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী টুইঙ্কেল খান্না। রুপালি জগৎ থেকে বিদায় নেবার পর ইন্টেরিয়র ডিজাইনার হিসেবে কাজ শুরু করেন তিনি। মুম্বাইয়ে ‘দ্য হোয়াইট উইন্ডো’ নামে একটি ইন্টেরিয়র ডিজাইনের ফার্মও রয়েছে তার। তাছাড়া, টুইঙ্কেল খান্না একজন চলচ্চিত্র প্রযোজকও। কলামিস্ট হিসেবেও পরিচিত আছে টুইংকেলের। ভারতের জাতীয় দৈনিক ‘টাইমস অব ইন্ডিয়া’ এবং ‘ডেইলি নিউজ অ্যান্ড অ্যানালাইসিস’ নামে দুটি পত্রিকায় নিয়মিত কলাম লিখেন তিনি।
লেখক হিসেবেও যথেষ্ট নাম করেছেন টুইঙ্কেল খান্না। ২০১৫ সালের আগস্টে ‘মিসেস ফানিবোনস’ নামে একটি নন-ফিকশন বইও লিখেন টুইংকেল। বইটি ভারতে বেশ জনপ্রিয়তা পেয়েছে। সর্বেশেষ খবর হলো চিত্রনাট্য লিখবেন টুইঙ্কেল খান্না।
এই বিষয়ে টুইঙ্কেল বলেন, আমি জানি না, চিত্রনাট্য লিখতে পারব কিনা। তবে আমি একটি গল্প লিখতে পারি। আর তাকে কেউ যদি চিত্রনাট্যে রুপ দেয়।