কিছুদিন আগেই ঢাকায় কনসার্ট করে গেলেন জনপ্রিয় ভারতীয় কণ্ঠশিল্পী অরজিৎ সিং। এবার ঢাকা মাতাতে আসছেন সংগীতশিল্পী মোনালি ঠাকুর।
আগামী ৩০ মার্চ রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের জন্য গাইবেন তিনি।
এ কনসার্টে আরও অংশ নেবেন বাংলাদেশের রাফা ও ব্যান্ড আর্টসেল। ইন্টিড্রেটেড ডেভলপমেন্ট ফোরামের আয়োজনে এ কনসার্ট হবে। অনুষ্ঠানের আয়োজনের সমন্বয় করছে, পেজ থ্রি। তারা জানিয়েছে, তিনটি ক্যাটাগরিতে টিকিট বিক্রয় চলছে। সংগ্রহীত অর্থ সুবিধাবঞ্চিতদের জন্য ব্যয় করা হবে।
মোনালি সর্বশেষ ২০১৪ সালের ২৮ জুলাই ঢাকা এসেছিলেন। ঈদের চাঁদরাতের সে আয়োজনে সরাসরি গিয়েছিলেন আরটিভির স্টুডিওতে। পশ্চিমবঙ্গের মেয়ে মোনালি ঠাকুর ২০০৬ সালে ‘ইন্ডিয়ান আইডল’ প্রতিযোগিতায় অংশ নেন। এরপর বলিউডের সিনেমার গানেও কণ্ঠ দেন তিনি। গান গাওয়ার পাশাপাশি অভিনয়েও নাম লিখিয়েছেন তিনি।