,

resize-350x230x0x0-image-144823-1630480526

নতুন সিনেমায় রোশান, নায়িকা শিবা

হাওর বার্তা ডেস্কঃ মুক্তির অপেক্ষায় রয়েছে চিত্রনায়ক জিয়াউল রোশান অভিনীত ‘চোখ’ সিনেমা ৷ তার আগেই জানা গেলো, নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন ‘বেপরোয়া’ খ্যাত এ নায়ক। সরকারি অনুদানে নির্মিতব্য এই সিনেমার নাম ‘জামদানী’। ছবিটি পরিচালনা করবেন অনিরুদ্ধ রাসেল। তার সাথে নায়িকা হিসেবে অভিনয় করবেন শিবা আলী খান।

রোশান জানান, সিনেমাটিতে গতকাল চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। সিনেমাটি, ২০২০-২১ অর্থ বছরে সরকারি অনুদান পেয়েছে। মোস্তফা মননের কাহিনিতে ছবির চিত্রনাট্য ও সংলাপ করেছেন আবুল কালাম আজাদ।

তিনি বলেন, ‘একটি পল্লী, একজন ছেলের স্বপ্ন ও বিশ্ববাজারে জামদানির বিস্তারই এ ছবির উপজীব্য। এখানে আমিই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে যাচ্ছি।’

রোশান আরোও বলেন, ‘জামদানী’ সিনেমায় শুটিং শুরু হবে সেপ্টেম্বরের শেষে। নায়িকা হচ্ছেন শিবা আলী খান। যিনি শাকিব খানের অসম্পূর্ণ ছবি ‘অপারেশন অগ্নিপথ’ এ যুক্ত হয়ে আলোচনায় এসেছিলেন।

বাংলাদেশ বিভিন্ন জামদানি পল্লী এবং জামদানি ইতিহাস গবেষণা করে নাট্য অভিনেতা আবুল কালাম আজাদ এক বছর ধরে সিনেমার চিত্রনাট্য সাজিয়েছেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর