ঢাকা ০৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ২৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মৃত্যু পরোয়ানা শোনার পর যা বললেন নিজামী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:১৯:২৯ অপরাহ্ন, বুধবার, ১৬ মার্চ ২০১৬
  • ২২৩ বার

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীকে মৃত্যু পরোয়ানা ও আপিল মামলার পূর্ণাঙ্গ রায় পড়ে শুনানো হয়েছে। বুধবার সকাল ১০টা ৫ মিনিটে কাশিমপুর কারাগার পার্ট-২ এ তাকে পূর্ণাঙ্গ রায় পড়ে শোনানো হয়।

এর আগে সকাল ৯ টার দিকে তার মৃত্যু পরোয়ানা কাশিমপুর কারাগারে পৌঁছায়। এই কারাগারেই রাখা হয়েছে মাওলানা নিজামীকে। কারা কর্তৃপক্ষ জানায়, কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের পার্ট-২ এর ৪০ নং কনডেম সেলে বন্দি রয়েছেন মানবতাবিরোধী অপরাধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডে দণ্ডিত জামায়াতের আমির মতিউর রহমান নিজামী। সকাল সাড়ে ৯টায় লাল সালুতে মোড়া মৃত্যু পরোয়ানা ও রায়ের কপি কারাগারে এসে পৌঁছায়।

কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, পরোয়ানা ও আপিল মামলার পূর্ণাঙ্গ রায় শোনার পর নিজামী বলেছেন তিনি এ রায়ের বিরুদ্ধে রিভিউ করবেন। এ সময় তাকে খুব বিমর্ষ

ও চিন্তিত দেখা যায়।

এর আগে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে নিজামীর মৃত্যু পরোয়ানা সংক্রান্ত কাগজপত্র কাশিমপুর কারাগারে এসে পৌঁছায়। তবে নিজামীর সঙ্গে দেখা করতে এখনও আবেদন করেনি তার পরিবার ও আইনজীবীরা।

সকাল ১০টায় নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিব মোমেন বলেছেন, ‘আমরা এখনও বাবার সঙ্গে দেখা করার জন্য কোনো আবেদন করিনি।’ কখন আবেদন করবেন সে বিষয়টি স্পষ্ট করেননি তিনি।

স্বাভাবিকভাবে মৃত্যু পরোয়ানার কপি কারাগারে যাওয়ার পর আসামির পরিবার ও তার আইনজীবীরা সাক্ষাৎ করে থাকেন।

পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে আবেদন করার জন্য ১৫ দিন সময় পাবেন নিজামী। আজ বুধবার থেকে এই দিন গণনা শুরু হবে। রিভিউ না টিকলে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষাও চাইতে পারবেন। তার দুই আবেদন নাকচ হলে সরকারের সিদ্ধান্ত অনুসারে কারা কর্তৃপক্ষ দণ্ড কার্যকরের উদ্যোগ নেবে। তার আগে আসামির সঙ্গে সাক্ষাতের সুযোগ পাবেন পরিবারের সদস্যরা।

মঙ্গলবার বিকেলে মাওলানা নিজামীর ফাঁসি বহালের পূর্ণাঙ্গ রায় সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় থেকে প্রকাশিত হয়। এরপর সন্ধ্যায় তা পৌঁছায় ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কার্যালয়ে। এরপর প্রক্রিয়া শেষে নিজামীর মৃত্যু পরোয়ানায় সই করেন ট্রাইব্যুনালের তিন বিচারক।

আপিল বিভাগের রায় ঘোষণার প্রায় আড়াই মাস পর গতকাল বিকেলে মাওলানা নিজামীর মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। ১৫৩ পৃষ্ঠার পূর্ণাঙ্গ এই রায় লিখেছেন আপিল বিভাগের বিচারপতি নাজমুন আরা সুলতানা। এই রায়ের সঙ্গে একমত হয়ে সই করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। ২০০০ সালে জামায়াতে ইসলামীর নেতৃত্বে আসা মতিউর রহমান নিজামীর জন্ম ১৯৪৩ সালের ৩১ মার্চ, পাবনার সাঁথিয়া উপজেলার মনমথপুর গ্রামে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

মৃত্যু পরোয়ানা শোনার পর যা বললেন নিজামী

আপডেট টাইম : ০৮:১৯:২৯ অপরাহ্ন, বুধবার, ১৬ মার্চ ২০১৬

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীকে মৃত্যু পরোয়ানা ও আপিল মামলার পূর্ণাঙ্গ রায় পড়ে শুনানো হয়েছে। বুধবার সকাল ১০টা ৫ মিনিটে কাশিমপুর কারাগার পার্ট-২ এ তাকে পূর্ণাঙ্গ রায় পড়ে শোনানো হয়।

এর আগে সকাল ৯ টার দিকে তার মৃত্যু পরোয়ানা কাশিমপুর কারাগারে পৌঁছায়। এই কারাগারেই রাখা হয়েছে মাওলানা নিজামীকে। কারা কর্তৃপক্ষ জানায়, কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের পার্ট-২ এর ৪০ নং কনডেম সেলে বন্দি রয়েছেন মানবতাবিরোধী অপরাধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডে দণ্ডিত জামায়াতের আমির মতিউর রহমান নিজামী। সকাল সাড়ে ৯টায় লাল সালুতে মোড়া মৃত্যু পরোয়ানা ও রায়ের কপি কারাগারে এসে পৌঁছায়।

কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, পরোয়ানা ও আপিল মামলার পূর্ণাঙ্গ রায় শোনার পর নিজামী বলেছেন তিনি এ রায়ের বিরুদ্ধে রিভিউ করবেন। এ সময় তাকে খুব বিমর্ষ

ও চিন্তিত দেখা যায়।

এর আগে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে নিজামীর মৃত্যু পরোয়ানা সংক্রান্ত কাগজপত্র কাশিমপুর কারাগারে এসে পৌঁছায়। তবে নিজামীর সঙ্গে দেখা করতে এখনও আবেদন করেনি তার পরিবার ও আইনজীবীরা।

সকাল ১০টায় নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিব মোমেন বলেছেন, ‘আমরা এখনও বাবার সঙ্গে দেখা করার জন্য কোনো আবেদন করিনি।’ কখন আবেদন করবেন সে বিষয়টি স্পষ্ট করেননি তিনি।

স্বাভাবিকভাবে মৃত্যু পরোয়ানার কপি কারাগারে যাওয়ার পর আসামির পরিবার ও তার আইনজীবীরা সাক্ষাৎ করে থাকেন।

পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে আবেদন করার জন্য ১৫ দিন সময় পাবেন নিজামী। আজ বুধবার থেকে এই দিন গণনা শুরু হবে। রিভিউ না টিকলে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষাও চাইতে পারবেন। তার দুই আবেদন নাকচ হলে সরকারের সিদ্ধান্ত অনুসারে কারা কর্তৃপক্ষ দণ্ড কার্যকরের উদ্যোগ নেবে। তার আগে আসামির সঙ্গে সাক্ষাতের সুযোগ পাবেন পরিবারের সদস্যরা।

মঙ্গলবার বিকেলে মাওলানা নিজামীর ফাঁসি বহালের পূর্ণাঙ্গ রায় সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় থেকে প্রকাশিত হয়। এরপর সন্ধ্যায় তা পৌঁছায় ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কার্যালয়ে। এরপর প্রক্রিয়া শেষে নিজামীর মৃত্যু পরোয়ানায় সই করেন ট্রাইব্যুনালের তিন বিচারক।

আপিল বিভাগের রায় ঘোষণার প্রায় আড়াই মাস পর গতকাল বিকেলে মাওলানা নিজামীর মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। ১৫৩ পৃষ্ঠার পূর্ণাঙ্গ এই রায় লিখেছেন আপিল বিভাগের বিচারপতি নাজমুন আরা সুলতানা। এই রায়ের সঙ্গে একমত হয়ে সই করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। ২০০০ সালে জামায়াতে ইসলামীর নেতৃত্বে আসা মতিউর রহমান নিজামীর জন্ম ১৯৪৩ সালের ৩১ মার্চ, পাবনার সাঁথিয়া উপজেলার মনমথপুর গ্রামে।