বোলিং অ্যাকশন নিয়ে ত্রুটির অভিয়োগ উঠার পর মঙ্গলবার চেন্নাইয়ে পরীক্ষা দিয়েছেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। এদিন নিজের অফিশিয়াল ফেসবুক পেজে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেওয়ার বিষয়টি তিনি নিশ্চিত করেন।
সোমবার সন্ধ্যায় বোলিং কোচ হিথ স্ট্রিকের সঙ্গে চেন্নাই পৌঁছেন তাসকিন। এরপর মঙ্গলবার দুপুরের চেন্নাইয়ের স্যার রামাচন্দ্র বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন তিনি।
এ ধরনের পরীক্ষার ফলাফল তাৎক্ষণিক জানার উপায় নেই। ফলাফল জানার জন্য আরো অন্তত ৩-৪ দিন অপেক্ষা করতে হবে। পরীক্ষায় যেন সফল হতে পারেন সেজন্য ফেসবুক পেজে সবার কাছে দোয়া চেয়েছেন তাসকিন।
এর আগে, গত শনিবার বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন স্পিনার আরাফাত সানি। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের পর এই দুজনের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা।