হাওর বার্তা ডেস্কঃ চলতি বছরের এপ্রিলে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় বন্ধ থাকার পর আজ রবিবার (২২ আগস্ট) থেকে হাইকোর্ট বিভাগে আগাম জামিন আবেদনের ওপর শুনানি শুরু হচ্ছে।
গতকাল শনিবার (২১ আগস্ট) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে রবিবারের কার্যতালিকা প্রকাশিত হয়।
এর আগে মঙ্গলবার (১৭ আগস্ট) প্রধান বিচারপতির নির্দেশে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছেন সুপ্রিম কোর্ট প্রশাসন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্যবিধি প্রতিপালন করে এবং প্রয়োজনীয় সুরক্ষামূলক ব্যবস্থা নিয়ে ২২ আগস্ট থেকে হাইকোর্ট বিভাগে সংশ্লিষ্ট ফৌজদারি মোশন বেঞ্চে আগাম জামিন শুনানি গ্রহণ করা হবে। সংশ্লিষ্ট ফৌজদারি মোশন বেঞ্চ শুনানির সময় নির্ধারণ করবেন।