এশিয়া কাপ টি-টোয়েন্টিতে শ্রীলংকার বিপক্ষে ওয়ান ডাউনে নেমে ৫৪ বলে ৮০ রান করে আবারো সবার নজরে আসেন সাব্বির। বিশ্বকাপ টি-টোয়েন্টিতেও ধরে রেখেছেন নিজের ফর্ম। প্রত্যেক ম্যাচেই রান করে চলেছেন তিনি। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ওমানের বিপক্ষেও ৪৪ রান করে দলকে বড় সংগ্রহ করতে সাহায্য করেন। এই ৪৪ রান করার সুবাদেই বিরাট কোহলি এবং মাসাকাদজাকে টপকে টি-টোয়েন্টি ২০১৬ সালের সর্বোচ্চ রানের মালিক হয়ে যান তিনি। সব রকমের শট খেলতেই পটু এই ব্যাটসম্যান দারুন ফিল্ডারও বটে।
২০১৬ সালে ১২ ম্যাচে সাব্বিরের রান ৩৮৮। দ্বিতীয়তে থাকা মাসাকাদজার রান ৩৬১ এবং তৃতীয়তে থাকা বিরাট কোহলির এ বছর টি-টোয়েন্টিতে রান ৩৫২। চারে রয়েছেন আরেক ভারতীয় ব্যাটসম্যান রোহিত শর্মা, তার রান ৩৩৭। বিশ্বকাপে একই গ্রুপে লড়বে ভারত এবং বাংলাদেশ। সেক্ষেত্রে একে অপরকে ছাড়িয়ে যাওয়ার সুপ্ত বাসনাতেও মজে উঠবেন তারা।