হাওর বার্তা ডেস্কঃ টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপে স্থানীয় শাহ আলমের মালিকাধীন ট্রলার প্রতিদিনের মতো মৎস্য শিকারে যায়। শনিবার (২১ আগস্ট) সকাল ১০ টার দিকে শাহপরীর দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগরে ওই ট্রলারে থাকা জেলেদের ফেলা জালে অন্যান্য মাছের সাথে ২৭ কেজি ওজনের পোয়া মাছ ধরা পড়েছে। স্থানীদের কাছে মাছটি পরিচিত ‘কালো পোয়া’ নামে।
জেলেরা গণমাধ্যমকে জানিয়েছেন, লিঙ্গভেদে মাছটির দাম রয়েছে। পুরুষের ক্ষেত্রে দাম পড়ে প্রায় ৮ হাজার টাকা মতো, স্ত্রীর ক্ষেত্রে দুই হাজার টাকা কম। তাই লিঙ্গ নিশ্চিত করার জন্য্ কক্সবাজারের দিকে নিয়ে যাওয়া হয়।
স্থানীয় ইউপি সদস্য ফজলু বলেন, বিষয়টি সত্য ও খুশির সংবাদ।
টেকনাফ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, পোয়া মাছ বিভিন্ন প্রজাতির রয়েছে তবে যে মাছের ফোনা রয়েছে, ওই পোয়া মাছের দাম অনেক বেশি।