বিএনপির সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু জামিনে মুক্তি পেয়েছেন। পাঁচ মাস কারাবাসের পর রবিবার ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি ছাড়া পান।
গত বছরের ২৫ অক্টোবর রাজধানী পরিবাগের নিজ ফ্লাট থেকে বাবুকে গ্রেপ্তার করে সাভার থানা পুলিশ। এর আগে ২০১৫ সালের জানুয়ারিতে বিএনপির ডাকা হরতাল চলাকালে নাশকতা মামলায় তিনি গ্রেপ্তার হন। তার বিরুদ্ধে সাভার ও আশুলিয়া থানায় ২৬টি মামলা রয়েছে।