মাঠে না নামার যত আক্ষেপ। ভক্তরাও তার অপেক্ষায়। তবে আর মনে হয় অপেক্ষায় থাকতে হবে না ভক্তদের। সেই প্রস্তুতিও নিয়ে ফেলছেন কাটার মুস্তাফিজ। এবার শুধু স্বপ্ন পূরণের পালা।
বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেনে উঠতে ব্যর্থ হলে কাটার মুস্তাফিজুর রহমানের দুঃখটা হতো অনেক বেশি। কোনো ম্যাচ না খেলেই পার হতো তার টি-টোয়েন্টি বিশ্বকাপ।
কিন্তু এবার বাংলাদেশের স্বপ্ন পূরণ হয়েছে। এবার স্বপ্ন পূরণের পালা মুস্তাফিজের। ১৬ মার্চ ব্যাঙ্গালুরুতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের মিশন সুপার টেন। ও্ই ম্যাচেই বল হাতে দেখা যেতে পারে মুস্তাফিজকে।
টিম ম্যানেজমেন্ট সূত্রে এমন আভাসই মিলেছে। মাঠে নামতে মুস্তাফিজও প্রস্তুত। প্রস্তুত তিনি আগে থেকেই। তবে বাছাইপর্বে তাকে মাঠে নামিয়ে ঝুঁকি নিতে চাননি কোচ হাথুরুসিংহে।
এশিয়া কাপের সময় চোট পেয়েছিলেন মুস্তাফিজ। এশিয়া কাপে এই পাকিস্তানকেই হারিয়েছিল বাংলাদেশ। মুস্তাফিজকে ঘিরে প্রচুর প্রত্যাশা দেশবাসীর। আবার ভারতে ভালো খেলতে চাইবেন মুস্তাফিজ। কারণ কিছুদিন পরই আইপিএল শুরু। সেখানে হায়দরাবাদের হয়ে খেলবেন মুস্তাফিজ।