ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

পায়ের নখের রং দেখেই বুঝে নিন আপনি কোন রোগে ভুগছেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৫:১৫ পূর্বাহ্ন, শনিবার, ৭ অগাস্ট ২০২১
  • ১২৬ বার

হাওর বার্তা ডেস্কঃ সবার নখের রং এক হয় না। অনেকেরই নখের রং হলদে বা কালচে রঙের হয়ে থাকে। নখের রং বদলে যেতে পারে অনেক কারণেই। বর্তমানে যদিও অনেকেই পেডিকিউর বা মেনিকিউর করে নখের স্বাভাবিক রং ফিরিয়ে আনেন। তবে কারো কারো ক্ষেত্রে সেটিও সম্ভব হয় না। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, নখের রং বদলে গেলো কেন?

জানলে অবাক হবেন যে, শরীরের সুস্থতার বিষয় এমনকি কোন রোগে ভুগছেন, সেটিও বলে দেয় বদলে যাওয়া নখের রং। এজন্য চিকিৎসকের কাছে গেলে, অনেক সময়েই তারা রোগীর হাত-পায়ের নখ পরীক্ষা করেন। কারণ নখ দেখেই স্বাস্থ্য সম্পর্কে অনেক কথা বলে দেওয়া সম্ভব। শরীরের কিছু সমস্যার ছাপ হাতের নখের সঙ্গে সঙ্গে পায়ের নখেও পড়ে। চলুন তবে জেনে নেয়া যাক নখের কোন রং কোন রোগের ইঙ্গিত দেয়-

ফুসফুসের নানা সমস্যাতে পায়ের নখের রং হলুদ হয়ে যেতে পারে।

এছাড়া নখের রং একেবারে হলদেটে হলে গেলে চিকিৎসকের পরামর্শ নেয়া জরুরি। লিম্ফিডেমা নামক রোগে এমনটা হয়।

আবার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে শুরু করলেও পায়ের নখের রং ধীরে ধীরে হলুদ হয়। তাই চিকিৎসকের পরামর্শ নেয়া জরুরি।

নখের কোণে লাল বা কমলা হয়ে থাকা কোনো অসুখের কারণ নয়। সাধারণত নেলপলিশের কারণে এমন রং হয়। নখের কোণে ঘাম বা জমে থাকা অন্য ধুলা-ময়লার সঙ্গে নেলপলিশের বিক্রিয়া ঘটলে এরকম রং হয়।

নখ কালচে হলুদ হয়ে যাচ্ছে? এর পেছনে থাকতে পারে ছত্রাক জাতীয় সংক্রমণ। এই ধরনের সংক্রমণে নখের রং হলুদ হয়ে যায়। শত চেষ্টা করেও নখের রং এক্ষেত্রে সাদা করা যায় না।

অনেকের নখই বেগুনি বা কালচে হয়ে যায়! বেশিরভাগ ক্ষেত্রে এর কারণ নখে ধাক্কা লাগা। পায়ে ভারী কিছু পড়ে গেলে বা ছোট মাপের জুতা পরলে এমন হতে পারে।

আবার কোনো কারণ ছাড়াই যদি নখের রং কালচে হয়ে যায় তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কারণ কিডনির সমস্যায় এমন হতে পারে। লিভারের সমস্যাও এর কারণ হতে পারে।

সূত্র: ইনসাইডার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

পায়ের নখের রং দেখেই বুঝে নিন আপনি কোন রোগে ভুগছেন

আপডেট টাইম : ১১:৪৫:১৫ পূর্বাহ্ন, শনিবার, ৭ অগাস্ট ২০২১

হাওর বার্তা ডেস্কঃ সবার নখের রং এক হয় না। অনেকেরই নখের রং হলদে বা কালচে রঙের হয়ে থাকে। নখের রং বদলে যেতে পারে অনেক কারণেই। বর্তমানে যদিও অনেকেই পেডিকিউর বা মেনিকিউর করে নখের স্বাভাবিক রং ফিরিয়ে আনেন। তবে কারো কারো ক্ষেত্রে সেটিও সম্ভব হয় না। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, নখের রং বদলে গেলো কেন?

জানলে অবাক হবেন যে, শরীরের সুস্থতার বিষয় এমনকি কোন রোগে ভুগছেন, সেটিও বলে দেয় বদলে যাওয়া নখের রং। এজন্য চিকিৎসকের কাছে গেলে, অনেক সময়েই তারা রোগীর হাত-পায়ের নখ পরীক্ষা করেন। কারণ নখ দেখেই স্বাস্থ্য সম্পর্কে অনেক কথা বলে দেওয়া সম্ভব। শরীরের কিছু সমস্যার ছাপ হাতের নখের সঙ্গে সঙ্গে পায়ের নখেও পড়ে। চলুন তবে জেনে নেয়া যাক নখের কোন রং কোন রোগের ইঙ্গিত দেয়-

ফুসফুসের নানা সমস্যাতে পায়ের নখের রং হলুদ হয়ে যেতে পারে।

এছাড়া নখের রং একেবারে হলদেটে হলে গেলে চিকিৎসকের পরামর্শ নেয়া জরুরি। লিম্ফিডেমা নামক রোগে এমনটা হয়।

আবার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে শুরু করলেও পায়ের নখের রং ধীরে ধীরে হলুদ হয়। তাই চিকিৎসকের পরামর্শ নেয়া জরুরি।

নখের কোণে লাল বা কমলা হয়ে থাকা কোনো অসুখের কারণ নয়। সাধারণত নেলপলিশের কারণে এমন রং হয়। নখের কোণে ঘাম বা জমে থাকা অন্য ধুলা-ময়লার সঙ্গে নেলপলিশের বিক্রিয়া ঘটলে এরকম রং হয়।

নখ কালচে হলুদ হয়ে যাচ্ছে? এর পেছনে থাকতে পারে ছত্রাক জাতীয় সংক্রমণ। এই ধরনের সংক্রমণে নখের রং হলুদ হয়ে যায়। শত চেষ্টা করেও নখের রং এক্ষেত্রে সাদা করা যায় না।

অনেকের নখই বেগুনি বা কালচে হয়ে যায়! বেশিরভাগ ক্ষেত্রে এর কারণ নখে ধাক্কা লাগা। পায়ে ভারী কিছু পড়ে গেলে বা ছোট মাপের জুতা পরলে এমন হতে পারে।

আবার কোনো কারণ ছাড়াই যদি নখের রং কালচে হয়ে যায় তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কারণ কিডনির সমস্যায় এমন হতে পারে। লিভারের সমস্যাও এর কারণ হতে পারে।

সূত্র: ইনসাইডার।