যে তারিখে খুলতে পারে শিক্ষাপ্রতিষ্ঠান

হাওর বার্তা ডেস্কঃ করোনাভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। এরপর শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে কিনা এনিয়েও দেখা দিয়েছে শঙ্কা। তবে টিকা দিয়ে শিক্ষা কার্যক্রম চালুর বিষয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির যে নির্দেশনা ছিল সেটিও বেশ জোড়ালোভাবে চলছে। সে হিসেবে আগামী ১ সেপ্টম্বর শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হতে পারে শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্টরা জানিয়েছেন।

তারা বলছেন, করোনা পরিস্থিতি অবনতি হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিচ্ছে। সরকারি বিধিনিষেধের মেয়াদ চলমান থাকায় শিক্ষাপ্রতিষ্ঠান কবে খুলবে তা এখন নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, শিক্ষার্থীদের মাঝে ব্যাপকহারে টিকা কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষামন্ত্রীর নির্দেশনা অনুযায়ী যদি চলতি মাসজুড়ে শিক্ষার্থীদের টিকা কার্যক্রম নিশ্চিত করা যায় তাহলে আগামী ১ সেপ্টেম্বর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার সম্ভাবনা রয়েছে। তবে তা এখনো নিশ্চিত নয়।

যদিও অনেকেই বলছেন ৩১ আগস্ট পর্যন্ত দেশের সব শিক্ষার্থীকে টিকার আওতায় আনা সম্ভব না। এছাড়া করোনা সংক্রমণের হারও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া ঠিক হবে না।

সম্প্রতি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছিলেন, শিক্ষার্থীদের করোনা থেকে সুরক্ষায় ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ সরকার। ভ্যাকসিন দেওয়া শেষ হলে অল্প সময়ের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর