শুধু ২০১৯ সাল নয় আগামী ২০২৪ সালের জাতীয় নির্বাচনেও জয়ী হবে আওয়ামী লীগ বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
সোমবার বিকেলে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এমন মন্তব্য করেন।
খালেদা জিয়াকে উদ্দেশে করে নাসিম বলেন, আপনি
গত নির্বাচনে অংশ নেননি। অথচ ইউপি নির্বাচনে অংশ নিচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে ২০১৯ সালের নির্বাচনেও আপনি অংশ নেবেন। সেই নির্বাচনে শেখ হাসিনা আবারো নির্বাচিত হবেন।
তিনি বলেন, যারা গণতন্ত্রের নামে মানুষকে জ্বালিয়ে-পুড়িয়ে মারে, আমরা সে গণতন্ত্র বিশ্বাস করি না। শুধু বাংলাদেশ নয় সারাবিশ্বের মানুষ আজ শেখ হাসিনাকে সমর্থন করছে।
নাসিম বলেন, বঙ্গবন্ধু বলেছিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই সংগ্রাম এখনো শেষ হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এখনো আমরা সংগ্রাম করছি।