প্রশাসনে ১০ অতিরিক্ত সচিব পদে বদলি হয়েছে। আজ রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক আদেশে বদলির এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
বদলিকৃত কর্মকর্তারা হলেন- জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীমা সুলতানাকে বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়নের ব্যবস্থাপনা পরিচালক, আরবান পাবলিক অ্যান্ড এনভায়রনমেন্টাল হেলথ সেক্টরের প্রকল্প পরিচালক ফজলে ওয়াহিদ খন্দকারকে কৃষিমন্ত্রণালয়ের বীজ উইংয়ের মহাপরিচালক, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা হাসনাতকে রাষ্ট্রপতি কার্যালয়ের অতিরিক্ত সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা অর্থনেতিক সম্পর্ক বিভাগে সংযুক্ত সেলিম রেজাকে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক, দিনাজপুর কারাগারের পুনঃসংস্কার প্রকল্পের প্রকল্প পরিচালক মৃদুল কান্তি ঘোষকে রাজশাহীর কারা প্রশিক্ষণ একাডেমি নির্মাণ শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক, অর্থনৈতিক সম্পর্ক বিভাগে বদলির আদেশাধীন ড. মোহাম্মদ আলী খানকে পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বিআইডব্লিউটিসির পরিচালক সুধাকর দত্তকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা, জাতীয় মানবাধিকার কমিশনের সচিব আমজাদ হোসেন খানকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব, বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব জাকির হোসেনকে জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব, বেসরকারি ইপিজেডের বোর্ড অব গভর্নরসের নির্বাহী সেলের মহাপরিচালক ড. মাহমুদুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে।