হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জ জেলায় করোনা পরিস্থিতি উদ্বেগজনক হওয়ায় শোলাকিয়া ঈদগাহ ময়দানসহ সারা জেলার কোনো খোলা জায়গা, ঈদগাহ এবং ময়দানে ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হবে না। স্বাস্থ্যবিধি মেনে সবাইকে মসজিদে নামাজ পড়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, জেলার ৬ হাজার ৬৩৮টি মসজিদে ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে শহরের ঐতিহাসিক পাগলা মসজিদে পর্যায়ক্রমে ঈদের তিনটি জামাত অনুষ্ঠিত হবে।
ঈদুল আযহার দিন বুধবার (২১ জুলাই) সকাল সাড়ে ৭টা, সোয়া ৮টা ও ৯টায় পাগলা মসজিদে ঈদের তিনটি জামাত অনুষ্ঠিত হবে।
মসজিদ সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রথম জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন পাগলা মসজিদের খতিব মাও. আশরাফ আলী।
সকাল সোয়া ৮টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমাম থাকবেন পাগলা মসজিদের পেশ ইমাম মুফতি খলিলুর রহমান।
তৃতীয় ও শেষ জামাত হবে সকাল ৯টায়। এতে ইমামতি করবেন পাগলা মসজিদ ইসলামী কমপ্লেক্স মাদরাসার মুহতামিম মো. আব্দুল কাদির।