গত রবিবার ব্রাজিলের মারকানা স্টেডিয়ামে অনুষ্ঠিত কোপা আমেরিকার ফাইনালে স্বাগতিকদের ১-০ গোলে হারিয়ে কাপ জিতে নেয় আর্জেন্টিনা। দলের পক্ষে জয়সূচক গোলটি করেন স্ট্রাইকার অ্যাঞ্জেল ডি মারিয়া।
ইনস্টাগ্রামে মেসি তার পোস্টে লিখেছেন, ‘এই সাফল্য আমি আমার পরিবারকে উৎসর্গ করতে চাই, যারা সব সময় আমাকে সামনে এগিয়ে যাওয়ার শক্তি দিয়েছে, আমার বন্ধুদের যাদের আমি প্রচণ্ড ভালোবাসি, আমাদের সমর্থন করা সবাইকে এবং বিশেষ করে চার কোটি ৫০ লাখ আর্জেন্টাইনকে, যারা ভাইরাসে দুঃসময় পার করছেন। এটি অবশ্যই দিয়েগোর জন্যও যিনি যেখানেই থাকুন, আমাদের সমর্থন দিয়ে গেছেন।’
উল্লেখ্য, ম্যারাডোনাকে বলা হয় ফুটবলের অন্যতম সর্বকালের সেরা ফুটবলার। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জিতেছিলেন তিনি। খেলোয়াড়ি জীবনে তার অনেক অর্জন। তবে তিনি কোপার শিরোপা জিততে পারেননি। খেলা থেকে অবসরের পর তিনি যুক্ত ছিলেন কোচিংয়ে। ২০২০ সালের ২৫ নভেম্বর ৬০ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ম্যারাডোনা।