দুর্নীতির অভিযোগে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে আটক করেছে দেশটির পুলিশ। শুক্রবার তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
রাষ্ট্রীয় তেল কোম্পানি পেট্রোব্রাসে বড় ধরনের জালিয়াতির তদন্তের অংশ হিসেবে তাকে আটক করা হয়েছে। এ বিষয়ে প্রথমে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। লুলার আটকের প্রতিবাদে তার বাড়ির সামনে জড়ো হয়েছেন তার ভক্ত সমর্থকরা
পুলিশ জানায়, তার বিরুদ্ধে ৩৩টি ওয়ারেন্ট ও ১১টি ডিটেনশন ওয়ারেন্ট রয়েছে। অপরাশেন কারওয়াস নামে দীর্ঘদিন ধরে চলা এই অভিযানে পেট্রোবাস এর সঙ্গে দুর্নীতি ও মানি লন্ডারিংয়ের অভিযোগে লুলার বাড়িতে অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, ৭০ বছর বয়সী লুলা পেট্রোবাসের চুক্তির মাধ্যমে অবৈধভাবে লাভবান হয়েছেন। তবে এসব অভিযোগ করেছেন লুলা। এক বিবৃতির মাধ্যমে পুলিশ জানায়, সাবেক প্রেসিডেন্ট লুলাই আসলে পেট্রোবাসের দুর্নীতির মূল হোতা। কারণ তার নির্দেশেই সব হয়েছিল।
দীর্ঘদিন ধরে চলা এই মামলার তদন্তে এখন পর্যন্ত ১২ জনের মতো নির্বাহী কর্মকতা ও রাজনৈতিক নেতাকে আটক করা হয়েছে। যাদের বিরুদ্ধে পেট্রোব্রাসের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে।