ঢাকা ০৮:৪৫ অপরাহ্ন, বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

গণমাধ্যমকে তথ্য সরবরাহ না করায় সিভিল সার্জনের নির্দেশনায় ডিইউজের উদ্বেগ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:০৩:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১
  • ১৪৬ বার

হাওর বার্তা ডেস্কঃ সরকারি হাসপাতাল গুলোর  ‘রোগীর সেবা ও স্বাস্থ্য বিষয়ক কর্মকাণ্ড’ সংশ্লিষ্ট কোনো তথ্য গণমাধ্যমকে না দেওয়ার নির্দেশনা দিয়ে ঢাকার সিভিল সার্জন ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান। গত ৮ জুলাই ২০২১ তারিখ যে নোটিশ জারী করেছেন, তা অবিলেম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি কুদ্দুস আফ্রাদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু।

আজ ০৯ জুলাই, ২০২১ শুক্রবার ডিইউজের নেতারা এক বিবৃতিতে উদ্বেগ জানিয়ে বলেন, এ ধরণের নির্দেশনা অবাধ তথ্য প্রবাহের নীতির সম্পূর্ণ পরিপন্থী এবং সাংবাদিকদের কর্ম প্রবাহে সরাসরি হস্তক্ষেপের শামিল। খেয়াল রাখতে হবে, কোনভাবেই যাতে তথ্য প্রাপ্তির অধিকার লঙ্ঘন না করা হয়। একই সঙ্গে করোনা দূর্যোগের বর্তমান ক্রান্তিকালে গণমানুষের কাছে দ্রুত সংবাদ পৌঁছাতে সংশ্লিষ্ট সকল পক্ষকে তথ্য দিয়ে সবার্ত্মক সহযোগিতার আহবান জানিয়েছেন ডিইউজের নেতারা।

দায়িত্বরত সাংবাদিকদের উপর হামলার নিন্দাঃ

আজ ০৯ জুলাই, ২০২১ শুক্রবার সকালে নারায়নগঞ্জের সেজান জুস কারখানার অগ্নিকান্ডের সংবাদ সংগ্রহের সময় কর্মরত সাংবাদিকদের উপর হামলার নিন্দা জানিয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি কুদ্দুস আফ্রাদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু। একই সঙ্গে বিবৃতিতে অর্ধ শতাধিক ব্যক্তির মৃত্যুতে শোক প্রকাশ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আজ শুক্রবার সকালে অতি উৎসাহীরা সাংবাদিকদের উপর ইট পাটকেল নিক্ষেপ করেন এবং তাদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দেয়। এ ধরণের অনাকাঙ্খিত পরিবেশ তৈরিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া দাবি জানিয়েছেন ডিইউজের নেতৃবৃন্দ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

গণমাধ্যমকে তথ্য সরবরাহ না করায় সিভিল সার্জনের নির্দেশনায় ডিইউজের উদ্বেগ

আপডেট টাইম : ০৮:০৩:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১

হাওর বার্তা ডেস্কঃ সরকারি হাসপাতাল গুলোর  ‘রোগীর সেবা ও স্বাস্থ্য বিষয়ক কর্মকাণ্ড’ সংশ্লিষ্ট কোনো তথ্য গণমাধ্যমকে না দেওয়ার নির্দেশনা দিয়ে ঢাকার সিভিল সার্জন ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান। গত ৮ জুলাই ২০২১ তারিখ যে নোটিশ জারী করেছেন, তা অবিলেম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি কুদ্দুস আফ্রাদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু।

আজ ০৯ জুলাই, ২০২১ শুক্রবার ডিইউজের নেতারা এক বিবৃতিতে উদ্বেগ জানিয়ে বলেন, এ ধরণের নির্দেশনা অবাধ তথ্য প্রবাহের নীতির সম্পূর্ণ পরিপন্থী এবং সাংবাদিকদের কর্ম প্রবাহে সরাসরি হস্তক্ষেপের শামিল। খেয়াল রাখতে হবে, কোনভাবেই যাতে তথ্য প্রাপ্তির অধিকার লঙ্ঘন না করা হয়। একই সঙ্গে করোনা দূর্যোগের বর্তমান ক্রান্তিকালে গণমানুষের কাছে দ্রুত সংবাদ পৌঁছাতে সংশ্লিষ্ট সকল পক্ষকে তথ্য দিয়ে সবার্ত্মক সহযোগিতার আহবান জানিয়েছেন ডিইউজের নেতারা।

দায়িত্বরত সাংবাদিকদের উপর হামলার নিন্দাঃ

আজ ০৯ জুলাই, ২০২১ শুক্রবার সকালে নারায়নগঞ্জের সেজান জুস কারখানার অগ্নিকান্ডের সংবাদ সংগ্রহের সময় কর্মরত সাংবাদিকদের উপর হামলার নিন্দা জানিয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি কুদ্দুস আফ্রাদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু। একই সঙ্গে বিবৃতিতে অর্ধ শতাধিক ব্যক্তির মৃত্যুতে শোক প্রকাশ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আজ শুক্রবার সকালে অতি উৎসাহীরা সাংবাদিকদের উপর ইট পাটকেল নিক্ষেপ করেন এবং তাদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দেয়। এ ধরণের অনাকাঙ্খিত পরিবেশ তৈরিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া দাবি জানিয়েছেন ডিইউজের নেতৃবৃন্দ।