অবিশ্বাস্য হলেও সত্য। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলে কথা। রূপকথার গল্পকে বাস্তবে রূপ দিলেন জাস্টিন ট্রুডো। কানাডার একদিনের জন্য প্রাবজ্যোতি লক্ষণ পালকে প্রতীকী প্রধানমন্ত্রী বানিয়ে নিজের চেয়ার ছেড়ে দিলেন তিনি। কল্পনার এইম ইন লাইফ সত্যি হলো ইয়র্ক ইউনিভার্সিটর ছাত্র প্রাবজ্যোতি লক্ষণ পালের।
মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত ১৯ বছর বয়সী প্রাবজ্যোতি ইচ্ছে প্রকাশ করেছিলো প্রধানমন্ত্রী হতে।
প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই খবর জানতে পেরে পিজি লক্ষণ পাল এবং তার পরিবারের সদস্যদের ভিভিআইপি মর্যাদা দিয়ে পাঁচ দিনের রাষ্ট্রীয় অতিথি হিসেবে রাজধানী অটোয়ায় আমন্ত্রণ জানিয়ে রাখা হয়। এ সময় তারা হোটেল শ্যাতো লরিয়র-এর প্রেসিডেন্সিয়াল সুইটে অবস্থান করে। পরে ১ মার্চ প্রাবজ্যোতি লক্ষণ পালকে একদিনের জন্য কানাডার প্রধানমন্ত্রীর পূর্ণ মর্যাদা এবং নিরাপত্তা দেয়া হয়।
প্রাবজ্যোতি লক্ষণ পাল শুধু প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর চেয়ারে বসেনি; সেই সঙ্গে কানাডার পার্লামেন্ট ভবন পরিদর্শন, স্পিকার, গভর্নর জেনারেল, মন্ত্রী পরিষদের সদস্য এবং জাস্টিন ট্রুডো সঙ্গে সাক্ষাৎ, একটি শপথ অনুষ্ঠান পর্যবেক্ষণ, প্রধানমন্ত্রী বিশেষ বিমানে চড়া থেকে শুরু করে সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বের পর গণমাধ্যমে কথা বলার সুযোগ দেয়া হয়।
উল্লেখ্য, পিজি পাল যখন প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর আসনে, তখন জাস্টিন ট্রুডো একটি সাধারণ চেয়ারে আসন গ্রহণ করেন।
সংবাদ শিরোনাম
কানাডার একদিনের প্রধানমন্ত্রী লক্ষণ পাল
- Reporter Name
- আপডেট টাইম : ১০:৪৫:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ মার্চ ২০১৬
- ২৬২ বার
Tag :
জনপ্রিয় সংবাদ