ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ–সিঙ্গাপুর বাণিজ্য সম্পর্ক নতুন উচ্চতায় উন্নীতকরণে অঙ্গীকার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৩২:৫২ অপরাহ্ন, রবিবার, ২৭ জুন ২০২১
  • ১২৪ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশের সঙ্গে সিঙ্গাপুরের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও উপযোগী ও গতিশীল করার লক্ষ্যে অনুষ্ঠিত হলো স্পটলাইট বাংলাদেশ ২০২১-এর ভার্চুয়াল সভা। বাংলাদেশ হাইকমিশনের সার্বিক সহযোগিতায় এবং আর এন্টারপ্রাইজ সিঙ্গাপুর ও সিঙ্গাপুর বিজনেস ফেডারেশনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভার সূচনাতে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সী, এমপি এবং সিঙ্গাপুরের বাণিজ্য ও শিল্প মন্ত্রী এস ঈশ্বরণ উদ্বোধনী বক্তব্য দেন। উভয় মন্ত্রী তাদের বক্তব্যে দু’টি দেশের ক্রমপ্রসারমাণ বাণিজ্য সম্পর্কের কথা তুলে ধরেন।

এসময়ে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগে সকল প্রতিবন্ধকতা দূর করে এই সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।

সিঙ্গাপুরের মন্ত্রী বর্তমান সরকারের নেতৃত্বে বাংলাদেশের অর্জিত অর্থনৈতিক সাফল্যের প্রশংসা করেন। এছাড়াও বাংলাদেশের এই উন্নয়ন অগ্রযাত্রায় সিঙ্গাপুরের অংশীদারিত্ব ও সহযোগিতা আরও সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সভায় বাংলাদেশে ব্যবসা ও বৈদেশিক বিনিয়োগ সম্ভাবনার কথা তুলে ধরে একটি প্যানেল বৈঠক অনুষ্ঠিত হয় যা সঞ্চালনা করেন বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিআইডিএ) এর এর এক্সিকিউটিভ চেয়ারম্যান সিরাজুল ইসলাম। বাংলাদেশ ও সিঙ্গাপুরের খ্যাতিমান ব্যবসায়ী ও বাণিজ্য বিশ্লেষকগণ এই প্যানেল বৈঠকে অংশ নেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক মাননীয় উপদেষ্টা সালমান এফ রহমান, এমপি স্পটলাইট সভায় সমাপনী ভাষণ দেন।

সভাকালে উত্থাপিত বিভিন্ন মন্তব্য ও পর্যবেক্ষণের আলোকে বিদ্যমান বাণিজ্য প্রতিবন্ধকতা দূরীকরণে দ্রুততম সময়ে কার্যকরী উদ্যোগ গ্রহণের ওপরে তিনি গুরুত্ব আরোপ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

বাংলাদেশ–সিঙ্গাপুর বাণিজ্য সম্পর্ক নতুন উচ্চতায় উন্নীতকরণে অঙ্গীকার

আপডেট টাইম : ০১:৩২:৫২ অপরাহ্ন, রবিবার, ২৭ জুন ২০২১

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশের সঙ্গে সিঙ্গাপুরের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও উপযোগী ও গতিশীল করার লক্ষ্যে অনুষ্ঠিত হলো স্পটলাইট বাংলাদেশ ২০২১-এর ভার্চুয়াল সভা। বাংলাদেশ হাইকমিশনের সার্বিক সহযোগিতায় এবং আর এন্টারপ্রাইজ সিঙ্গাপুর ও সিঙ্গাপুর বিজনেস ফেডারেশনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভার সূচনাতে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সী, এমপি এবং সিঙ্গাপুরের বাণিজ্য ও শিল্প মন্ত্রী এস ঈশ্বরণ উদ্বোধনী বক্তব্য দেন। উভয় মন্ত্রী তাদের বক্তব্যে দু’টি দেশের ক্রমপ্রসারমাণ বাণিজ্য সম্পর্কের কথা তুলে ধরেন।

এসময়ে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগে সকল প্রতিবন্ধকতা দূর করে এই সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।

সিঙ্গাপুরের মন্ত্রী বর্তমান সরকারের নেতৃত্বে বাংলাদেশের অর্জিত অর্থনৈতিক সাফল্যের প্রশংসা করেন। এছাড়াও বাংলাদেশের এই উন্নয়ন অগ্রযাত্রায় সিঙ্গাপুরের অংশীদারিত্ব ও সহযোগিতা আরও সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সভায় বাংলাদেশে ব্যবসা ও বৈদেশিক বিনিয়োগ সম্ভাবনার কথা তুলে ধরে একটি প্যানেল বৈঠক অনুষ্ঠিত হয় যা সঞ্চালনা করেন বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিআইডিএ) এর এর এক্সিকিউটিভ চেয়ারম্যান সিরাজুল ইসলাম। বাংলাদেশ ও সিঙ্গাপুরের খ্যাতিমান ব্যবসায়ী ও বাণিজ্য বিশ্লেষকগণ এই প্যানেল বৈঠকে অংশ নেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক মাননীয় উপদেষ্টা সালমান এফ রহমান, এমপি স্পটলাইট সভায় সমাপনী ভাষণ দেন।

সভাকালে উত্থাপিত বিভিন্ন মন্তব্য ও পর্যবেক্ষণের আলোকে বিদ্যমান বাণিজ্য প্রতিবন্ধকতা দূরীকরণে দ্রুততম সময়ে কার্যকরী উদ্যোগ গ্রহণের ওপরে তিনি গুরুত্ব আরোপ করেন।