ঢাকা ০৩:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

শেখ হাসিনা-রেহেনা-জয়সহ ১৭৯ জনকে আসামি করে সোনারগাঁ থানায় মামলা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪
  • ৪৪ বার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ২০ জুলাই নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় রুহুল আমিন নামের এক যুবককে গুলি করে পঙ্গু করার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বোন শেখ রেহেনা ও ছেলে সজিব ওয়াজেদ জয়কে আসামি করে ১৭৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

রোববার রাতে আহত রুহুল আমিন নিজেই বাদী হয়ে সোনারগাঁ থানায় এ মামলাটি দায়ের করেন।

বাদী রুহুল আমিনের বাড়ি সোনারগাঁও উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের লাধুর চর গ্রামে। তার পিতার নাম- আবুল কাশেম।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (খ-অঞ্চল) শেখ বিল্লাল হোসেন।

মামলায় সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, নাট্য অভিনেত্রী রোকেয়া প্রাচী, ডিবি প্রধান হারুন অর রশিদ, সাবেক এমপি নজরুল ইসলাম বাবু, চলচ্চিত্র অভিনেত্রী অরুণা বিশ্বাসসহ ১৭৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও মামলায় ৫০-৬০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

মামলায় উল্লেখ করা হয়, গত ২০ জুলাই সোনারগাঁ উপজেলার কাঁচপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মামলার বাদী রুহুল আমিনকে কাঁচপুর এলাকায় গুলি করে মারাত্মকভাবে আহত করা হয়। বর্তমানে তিনি পঙ্গুত্ব বরণ করে জীবন যাপন করছেন।

এর আগে উপজেলার কাঁচপুর এলাকায় গুলিবিদ্ধ হয়ে ৪ জন নিহত হওয়ার ঘটনা উল্লেখ করে সোনারগাঁ থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে ৪টি হত্যা মামলা দায়ের করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

ক্যাটরিনার হাতে ২০ বার থাপ্পড় খেয়েছিলেন ইমরান খান

শেখ হাসিনা-রেহেনা-জয়সহ ১৭৯ জনকে আসামি করে সোনারগাঁ থানায় মামলা

আপডেট টাইম : ১০:৫৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ২০ জুলাই নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় রুহুল আমিন নামের এক যুবককে গুলি করে পঙ্গু করার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বোন শেখ রেহেনা ও ছেলে সজিব ওয়াজেদ জয়কে আসামি করে ১৭৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

রোববার রাতে আহত রুহুল আমিন নিজেই বাদী হয়ে সোনারগাঁ থানায় এ মামলাটি দায়ের করেন।

বাদী রুহুল আমিনের বাড়ি সোনারগাঁও উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের লাধুর চর গ্রামে। তার পিতার নাম- আবুল কাশেম।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (খ-অঞ্চল) শেখ বিল্লাল হোসেন।

মামলায় সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, নাট্য অভিনেত্রী রোকেয়া প্রাচী, ডিবি প্রধান হারুন অর রশিদ, সাবেক এমপি নজরুল ইসলাম বাবু, চলচ্চিত্র অভিনেত্রী অরুণা বিশ্বাসসহ ১৭৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও মামলায় ৫০-৬০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

মামলায় উল্লেখ করা হয়, গত ২০ জুলাই সোনারগাঁ উপজেলার কাঁচপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মামলার বাদী রুহুল আমিনকে কাঁচপুর এলাকায় গুলি করে মারাত্মকভাবে আহত করা হয়। বর্তমানে তিনি পঙ্গুত্ব বরণ করে জীবন যাপন করছেন।

এর আগে উপজেলার কাঁচপুর এলাকায় গুলিবিদ্ধ হয়ে ৪ জন নিহত হওয়ার ঘটনা উল্লেখ করে সোনারগাঁ থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে ৪টি হত্যা মামলা দায়ের করা হয়।