সংসদের বিধি ভেঙেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়: স্পিকার

সাংসদের প্রশ্নের জবাব না দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংসদের কার্যপ্রণালী বিধির ব্যত্যয় ঘটিয়েছে উল্লেখ করে সব মন্ত্রণালয়কে প্রশ্নের জবাব দেওয়ার বিষয়ে যত্নবান হওয়ার নির্দেশ দিয়েছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। সোমবার সংসদ অধিবেশনের শুরুতে স্পিকার এই রুলিং দেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন একই প্রশ্নের জবাব একাধিকবার স্থানান্তর করায় গত ১৬ ফেব্রুয়ারি আওয়ামী লীগের সাংসদ ও সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ সংসদে ক্ষোভ প্রকাশ করেন এবং সংসদে মন্ত্রীদের জবাবদিহিতা নিয়ে প্রশ্ন তোলেন।

স্পিকার বলেন, ‘সংসদ সদস্য আবুল কালাম আজাদ গত ২ ফেব্রুয়ারি যে প্রশ্নটি করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী তা ১৬ ফেব্রুয়ারি উত্তর দেওয়ার জন্য স্থানান্তর করেন। ১৬ ফেব্রুয়ারি প্রশ্নটির উত্তর দেওয়া আবশ্যক ছিল, অথবা মন্ত্রণালয় থেকে প্রশ্নটি আবারও স্থানান্তরের অনুরোধ করার প্রয়োজন ছিল। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনোটিই করেনি।’

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর