হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের সর্বজন শ্রদ্ধেয়, বরিষ্ঠ শিক্ষক, প্রফেসর প্রাণেশকুমার চৌধুরী আর নেই। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) তিনি পরলোকগমন করেছেন। দুপুর সোয়া ২টার দিকে ঢাকার শান্তিনগরে বড় ছেলে ডা. রাজীব নয়ন চৌধুরীর বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, আত্মীয়-স্বজন, দেশ-বিদেশে অসংখ্য ছাত্র-ছাত্রী ও গুণগ্রাহী রেখে গেছেন।