ঢাকা ১১:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

রঙ বাংলাদেশের বৈশাখী আয়োজন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৪:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১
  • ২১৫ বার

বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। শুরু হয়ে গেছে বৈশাখের প্রস্তুতি। করোনাকালের নানা সমস্যা, যন্ত্রণা সত্ত্বেও বাঙালি ঠিকই বৈশাখের প্রথম প্রহরে বরণ করে নেবে বছরের প্রথম দিনটিকে। পুরনোকে বিদায় জানিয়ে সবাই মেতে উঠবে নতুনের আবাহনে।

এই উদযাপন নতুন পোশাক ছাড়া একেবারেই অসম্ভব। পোশাক নিয়ে বাঙালির ভাবনার শেষ নেই। রঙ বাংলাদেশও চলছে অভিন্ন লক্ষ্যে। সময়কে রাঙানোর ব্রত নিয়ে। ফলে বৈশাখ নিয়ে রয়েছে বিস্তৃত আয়োজন। বিষয় ভিত্তিক ফ্যাশন রঙ বাংলাদেশের প্রধান বৈশিষ্ট্য।

এবারের অভিযাত্রায় সৃজনের মূল প্রেরণা হিসাবে গ্রহণ করা হয়েছে শতরঞ্জি,উজবেক সুজানী, মধুবনী ও মানডালা থেকে।

রঙ বাংলাদেশ বরাবরই বাংলার কথা বলে। বাঙালির কথা বলে। বাংলাদেশের পোশাক সংস্কৃতিকে সচেতনভাবে বিবেচনায় রেখেই রঙ বাংলাদেশ তাদের সংগ্রহ সাজিয়ে থাকে। এবারেও তার ব্যতিক্রম ঘটেনি। বরং এই সময়, প্রকৃতির অবস্থা, পারিপার্শ্ব, আবহাওয়াও পোশাকের উপকরণ নির্বাচনে বিশেষ গুরুত্ব পেয়েছে।

ব্যবহৃত মূল রং: লাল, সাদা, নীল, মেজেন্ট, পেষ্ট । ব্যবহৃত অন্যান্য রং: কমলা, টিয়া,ক্রীম,ফিরোজা।

রঙ বাংলাদেশের ঢাকা ও ঢাকার বাইরের যে কোন আউটলেটেই পাবেন চমৎকার এই বৈশাখ সংগ্রহ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

রঙ বাংলাদেশের বৈশাখী আয়োজন

আপডেট টাইম : ১২:২৪:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১

বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। শুরু হয়ে গেছে বৈশাখের প্রস্তুতি। করোনাকালের নানা সমস্যা, যন্ত্রণা সত্ত্বেও বাঙালি ঠিকই বৈশাখের প্রথম প্রহরে বরণ করে নেবে বছরের প্রথম দিনটিকে। পুরনোকে বিদায় জানিয়ে সবাই মেতে উঠবে নতুনের আবাহনে।

এই উদযাপন নতুন পোশাক ছাড়া একেবারেই অসম্ভব। পোশাক নিয়ে বাঙালির ভাবনার শেষ নেই। রঙ বাংলাদেশও চলছে অভিন্ন লক্ষ্যে। সময়কে রাঙানোর ব্রত নিয়ে। ফলে বৈশাখ নিয়ে রয়েছে বিস্তৃত আয়োজন। বিষয় ভিত্তিক ফ্যাশন রঙ বাংলাদেশের প্রধান বৈশিষ্ট্য।

এবারের অভিযাত্রায় সৃজনের মূল প্রেরণা হিসাবে গ্রহণ করা হয়েছে শতরঞ্জি,উজবেক সুজানী, মধুবনী ও মানডালা থেকে।

রঙ বাংলাদেশ বরাবরই বাংলার কথা বলে। বাঙালির কথা বলে। বাংলাদেশের পোশাক সংস্কৃতিকে সচেতনভাবে বিবেচনায় রেখেই রঙ বাংলাদেশ তাদের সংগ্রহ সাজিয়ে থাকে। এবারেও তার ব্যতিক্রম ঘটেনি। বরং এই সময়, প্রকৃতির অবস্থা, পারিপার্শ্ব, আবহাওয়াও পোশাকের উপকরণ নির্বাচনে বিশেষ গুরুত্ব পেয়েছে।

ব্যবহৃত মূল রং: লাল, সাদা, নীল, মেজেন্ট, পেষ্ট । ব্যবহৃত অন্যান্য রং: কমলা, টিয়া,ক্রীম,ফিরোজা।

রঙ বাংলাদেশের ঢাকা ও ঢাকার বাইরের যে কোন আউটলেটেই পাবেন চমৎকার এই বৈশাখ সংগ্রহ।