সিনিয়র সচিব হলেন জাফর উদ্দীন

হাওর বার্তা ডেস্কঃ সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. মো. জাফর উদ্দীন। সোমবার তাকে সিনিয়র সচিব করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ আব্দুল লতিফের সই করা প্রজ্ঞাপনে জাফর উদ্দীনকে বাণিজ্য মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।

সরকারে এখন সিনিয়র সচিবের সংখ্যা হলো ১৪ জন। সিনিয়র সচিবদের পদমর্যাদা মন্ত্রিপরিষদ সচিব ও সচিবদের মাঝামাঝি।

২০১৯ সালের ১৬ সেপ্টেম্বর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব থেকে জাফর উদ্দীনকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়। এর আগে তিনি ২০১৯ সালের ২৬ ফেব্রুয়ারি থেকে ওই বছরের ১৬ সেপ্টেম্বর পর্যন্ত যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে সচিব হিসেবে কর্মরত ছিলেন। এ পদে যোগ দেয়ার আগে তিনি অর্থ বিভাগে অতিরিক্ত সচিব (বাজেট ও সমষ্টিক অর্থনীতি) ছিলেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর