আগামীকাল পর্দা উঠছে এশিয়া কাপের ত্রয়োদশ আসরের। প্রথম ম্যাচে স্বাগতিক বাংলাদেশের সামনে শক্তিশালী ভারত। তবে বিশ্বসেরা ব্যাটিং লাইন-আপের এই দলকে নিয়ে মোটেও চিন্তিত নন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। কারণ ভারতের বিপক্ষে তার সেই বিধ্বংসী বোলার মুস্তাফিজ আছে। অভিষেকে একাই তিনি ধ্বসিয়ে দিয়েছেন টিম ইন্ডিয়াকে। এবার কি করবেন মুস্তাফিজ? এবারও তাই স্পট লাইটটা নিবদ্ধ মুস্তাফিজের ওপর। ভারতও তাকে মোকাবেলার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে এনেছে।
তাহলে চাপটা কী মুস্তাফিজের ওপর বেশি। তেমনটাই মনে করছেন সবাই। তবে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা
জানালেন অন্য কথা। কে কি বললো তা নিয়ে নাকি কখনোই কিছু ভাবেন না মুস্তাফিজ। খেলার বাইরে অন্য কিছুতেই এ তরুণ কান দেন না বলেও উল্লেখ করেন জাতিসংঘের শুভেচ্ছা দূত মাশরাফি।
মঙ্গলবার রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, নিশ্চয়ই ভারতের ব্যাটিং লাইন-আপ বিশ্বসেরা, এ বিষয়ে আমার কোনো দ্বিমত নেই। তবে এসব নিয়ে তেমন কিছু ভাবছি না আমরা। নিজেদের নিয়েই ভাবছে সবাই।টি-টোয়েন্টি এমন একটা খেলা, যে কোন দিন যে কোনো কিছুই সম্ভব।তবে আসরে ক্রিকেট ভক্তদের বিশেষ নজর থাকবে বাংলাদেশের বোলিং সেনসেশন মুস্তাফিজুর রহমানের দিকে।