কাউন্সিলের সাত মাস পর ৩০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করেছে ছাত্রলীগ। সোমবার রাতে এ কমিটি গঠন করা হয়। পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার আগে সন্ধ্যায় গণভবনে গিয়ে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত্ করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সংগঠনের সাধারণ সম্পাদক এ এস এম জাকির হোসাইন। পরে সভাপতি ও সাধারণ সম্পদকরা পূর্ণাঙ্গ কমিটিতে স্বাক্ষর করেন।
গত বছরের ২৬-২৭ জুলাই ২৮তম জাতীয় সম্মেলনে ভোটাভুটির মধ্য দিয়ে নতুন নেতৃত্ব গঠন করে বাংলাদেশের এই অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন ছাত্রলীগ। সভাপতি হন সাইফুর রহমান সোহাগ ও এস এম জাকির হোসাইন হন সাধারণ সম্পাদক। কাউন্সিলে শুধু সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হলেও ওই রাতেই ছাত্রলীগের প্যাডে জানানো হয়, আজিজুল হক রানা সহসভাপতি, আসাদুজ্জামান নাদিম যুগ্ম সাধারণ সম্পাদক এবং মোবারক হোসেন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতির দায়িত্বে পেয়েছেন এরশাদদুর রহমান চৌধুরী, কাজী এনায়েরত, মো. তোফাজ্জেল হক চয়ন, ইমতিয়াজ বুলবুল বাপ্পি, আরিফুর রহমান লিমন, মো. মেহেদী হাসান রনি, আমিনুল ইসলাম, অহিদুর রহমান জয়, সৈয়দ আশিক, মাসুদ রানা মিঠু, আনোয়ার হোসেন আনু, সুপ্রিয় কুন্ড রাজেশ, মশিউর রহমান শরিফ, জাহাঙ্গীর আলম, সোহান খান, রিফাত জামান, মাকসুদ আলম, আরেফিন সিদ্দিক সুজন, আদিত্য নন্দী, গোলাম রসূল বিপ্লব, হাবিবুর রহমান সুমন, কামাল মো. নাসের রুবেল, মাহামুদুর রহমান জনি, মো. আল আমিন, নুসরাত জাহান নুপুর, নিশীতা ইকবাল নদী, আবু সাঈদ, মো. মনির হোসেন, মেহেদি হাসান, রাজিব আহমেদ রাসেল, শাহাদাত হোসেন রাজন, আব্দুস সাত্তার মাহাবুব, আসাদুজ্জামান আসান, নাজমুল হক, আহসান হাবিব রানা, শোয়াইবুল ইসলাম শোয়েব, সাকিব হাসান সুইম, মো. আব্দুল বাসেত গালীব, মো. মিজানুর রহমান, জামশেদ আলম, কামরুজ্জামান সালাম, শিউলী আক্তার, চৈতালী হালদার চৈতী, রুহুল আমিন, কাওসার পাঠান বাপ্পি, মাসুমা আক্তার পলি, নূরুল করীম জুয়েল, আবু হোসাইন বিপু, আরিফুজ্জামান রোহান, এসএম আবদুর রহিম তুহিন, তৌহিদুজ্জামান সরকার ধ্রুব, মো. নুর আলম ভূইয়া রাজু, অর্ণা জামান, হাফিজুর রহমান ভূইয়া সজীব, রাকিব হাসান সোহেল, আসিফ উল্লাহ মিথুন, মো. তাজুল ইসলাম, এটিএম সায়েম, শেখ শাহজালাল সুজন, মাহাফুজুর রহমান রাসেল।
যুগ্ম সাধারণ সম্পাদকরা হলেন আসাদুজ্জামান নাদিম, আব্দুর রাজ্জাক লালন, রেজাউল ইসলাম রেজা, চন্দ্র শেখর মন্ডল, দিদার মো. নিজামুল ইসলাম, মাহামুদুল হাসান, সায়েম খান, মোতাসিম বিল্লাহ মোহাম্মদ, শেখ ফয়সাল আমিন, নওশাদ উদ্দিন সুজন, শাহিদুল ইসলাম শাহেদ। সাংগঠনিক সম্পদকের দায়িত্ব পেয়েছেন মোবারক হোসেন, শেখ জসিম উদ্দিন, শৃজন ঘোষ সজীব, মো. সৈকতুজ্জামান সৈকত, আশিকুল পাঠান সেতু, সজীব বিশ্বাস, মো. শাহ-জালাল, বিএম এহতেশাম, দারুস সালাম শাকিল, তানজিল ভূইয়া তানভীর, মো. শরিফুল ইসলাম ফারুক।