নাটোরের বাজারে রসালো ফল তরমুজ আসতে শুরু করেছে। শনিবার প্রথম জাপানী তরমুজ হিসেবে পরিচিত এই প্রথম উঠেছে।
বিক্রেতারা জানান, হঠাৎ করেই শীত কমে গরম শুরু হওয়ায় তারা অন্যান্য ফলের পাশাপাশি তরমুজ বিক্রির উদ্যোগ নিয়েছেন।
পার্বতচট্টগ্রামের টেকনাফে উৎপাদিত তিন থেকে সাত কেজি ওজনের এসব তরমুজ ৮শ’ থেকে ১২শ’ টাকা মণ দরে কিনে আনা হচ্ছে। পরিবহন খরচ সহ এসব তরমুজ নাটোরের বাজারে খুচরা প্রতি কেজি ৪০ থেকে ৪৫ টাকা দরে বিক্রি হচ্ছে। বাজারে হঠাৎ করে তরমুজ ওঠায় বিক্রেতাদের সাথে ক্রেতারও খুশি।