রি মিয়ং-সু’কে উত্তর কোরিয়ার নয়া সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেয়ার কথা নিশ্চিত করেছে পিয়ংইয়ং। সাবেক সেনাপ্রধান রি ইয়ং-গিলের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে অসমর্থিত খবর প্রচার করার কয়েক দিনের মাথায় এ নিয়োগ দেয়া হলো। উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের খবর প্রচার করতে গিয়ে নয়া সেনা প্রধান নিয়োগের কথা জানিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ বরাত দিয়ে রেডিও তেহরানের এক প্রতিবেদনে এ খবর জানা যায়।
এর আগে কিমের নির্দেশে দেশটির বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাকে রাজনীতির দৃশ্যপট থেকে বিদায় করে দেয়া হলেও সাবেক সেনাপ্রধানের মৃত্যুদণ্ডের খবরটি এখনো সরকারিভাবে স্বীকার করা হয়নি। অবশ্য অনেক সিনিয়র কর্মকর্তাকে এর আগে লোকচক্ষুর